বাজারে এল কিয়া সেল্টোজ
এতে রয়েছে তিনটি ইঞ্জিন
অত্যাধুনিক গাড়ির মডেলের জন্য অপেক্ষায় অনেকেই
এক নজরে গাড়ির ফিচার
গাড়ি কেনার পরিকল্পনা যাঁরা করেছেন, তাঁরা অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন কিয়া সেল্টোজ গাড়িটি বাজার জাত হওয়ার অপেক্ষায়। এবার সেই গাড়ি বাজারে এল বৃহস্পতিবার। তাই এক নজরে জেনে নিন নতুন কী কী ফিচার নিয়ে এল এই গাড়িটি।
কিয়া মোটর-এর এই গাড়িটি অত্যাধুনিক মডেলে তৈরি করা হয়েছে। যার গঠন দেখলে দাম মনে হতে পারে আশাক ছোঁয়া, কিন্তু গাড়িটির সর্বনিম্ন মডেলের দাম রাখা হয়েছে ৯.৬১ লক্ষ টাকা ও সর্বাধিক দাম রাখা হয়েছে ১৫.৯৯ লক্ষ টাকা। ১৬.১ কিলোমিটার প্রতিলিটারে মাইলেজসহ চমকদার লুক দেওয়া হয়েছে এই গাড়িকে।