মধুর রোজকার ব্যবহারে রয়েছে নানা উপকারিতা। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। বিশেষ করে রুক্ষ ত্বকে মধু লাগালে উপকার পাওয়া যায়। এতে ত্বক নরম ও মোলায়েম হয়। এছাড়া রোজ মধু খেলে বুদ্ধির বিকাশ ও মনাসিক সংযোগ বিকাশে তা সহায়ক বলে দাবি করা হয়েছে একাধিক বিজ্ঞান ভিত্তিক সমীক্ষায়। মধু রাতভর হওয়া কাশীকে নিয়ন্ত্রণেও কাজে লাগে। মধু-তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই ক্ষত সারাতেও মধু অপরিহার্য। খুশকির প্রতিকারেও মধু কাজে লাগে। রুক্ষ চুলকে মোলায়েম করতেও এর অবদান রয়েছে।