ব্যাট হাতে হেলিকাপ্টার শট দেওয়া ক্যাপটেন কুল-কে সকলে চেনেন। ২২ গজে তাঁর দক্ষতা সম্বন্ধে অবগত গোটা দুনিয়া। তবে মাইক হাতে মাহি-কে শুনেছেন কখনও।
ব্যাট হাতে হেলিকাপ্টার শট দেওয়া ক্যাপটেন কুল-কে সকলে চেনেন। ২২ গজে তাঁর দক্ষতা সম্বন্ধে অবগত গোটা দুনিয়া। তবে মাইক হাতে মাহি-কে শুনেছেন কখনও। এক ঘরোয়া পার্টিতে কুমার শানুর গাওয়া ৯০ দশকের জনপ্রিয় গান গেয়েছেন ধোনি ও চেন্নাই সুপার কিংস ও ঝাড়খন্ডের ফাস্ট বোলার মনু সিং। সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। যদি ধোনির ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার শুনুন গানটি। এমএস ধোনি নামের একটি ফেসবুক পেজ-এ পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। যা আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।