রাত পোহালেই মাদার্স ডে। প্রতি বছর এই দিনটা মায়েদের জন্যই থাকে। মাদার্স ডে-র বিশেষ দিনে মা-কে এমন এক উপহার দিন যা আপনার মা-কে সুস্থ রাখবে।
রাত পোহালেই মাদার্স ডে। প্রতি বছর এই দিনটা মায়েদের জন্যই থাকে। মাদার্স ডে-র বিশেষ দিনে মা-কে এমন এক উপহার দিন যা আপনার মা-কে সুস্থ রাখবে। ফিটনেস ট্র্যাকার- ফিটনেস ট্র্যাকার সহজেই হাতে ঘড়ির মতো পরা যায়। ফিটনেস ট্র্যাকার জানান দেবে আপনার শরীরে কোনও সমস্যা হলে। গ্রিন টি কিট- গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এই গ্রিন টি কিটও আপনি মাদার্স ডে-র দিন মা-কে উপহার হিসাবে দিতেই পারেন। যোগা ম্যাট- আপনার মা যদি নিয়মিত শরীরচর্চা করেন তবে আপনি আপনার মা-কে একটা যোগা ম্যাট উপহার হিসাবে দিতেই পারেন। স্বাস্থ্যকর খাবার- কিছু স্বাস্থ্যকর খাবারও আপনার মা-কে উপহার হিসাবে দিতে পারেন। তার মধ্যে রাখতে পারেন হেলথ ড্রিঙ্ক, ওটস ইত্যাদি। স্পা গিফট কার্ড- শরীরের ক্লান্তি দূর করতে পারে স্পা। মা-কে স্পা গিফট কার্ড দিলে আপনার মা একদিন গিয়ে স্পা করিয়ে আসতেই পারেন।