গণপতি বাপ্পা- মরিয়া! এই স্লোগান আমাদের সকলের কাছেই অতি পরিচিত। লোককথায় প্রচলিত রয়েছে গণপতি বাপ্পা-র নাম করলে সমস্ত বিপদ-আপদ কেটে যায়। এহেন গণপতি-রই চতুর্থী এখন আসছে। আর সেই নিয়ে এখন উৎসবে মাতোয়ারা দেশ। গণেশ পুজোর চল মূলত মহারাষ্ট্রে হলেও তা গত এক দশক ধরে দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। যাার জেরে হায়দরাবাদের গণেশ প্রতিমা এখন পাল্লা দেয় মুম্বই-এর সঙ্গে। এমনকী গণেশপুজোর বিসর্জনে হায়দরাবাদের হোসেন সাগরের তিরে আপার বাঁধ রোডে তিলধারণের জায়গা থাকে না। কয়েেক লক্ষ মানুষের সমাগম হয় সেই বিসর্জনের দিনে। বর্তমানে বেঙ্গালুরুতেও গণেশ পুজো রমরমিয়ে পালিত হচ্ছে। এহেন গণেশ পুজোয় প্রিয়জনদের কী ধরণের উপহার কেনা যেতে পারে তা একনজরে দেখে নিন।