পাকা চুলের সমস্যায় জেরবার! ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা গুলি

swaralipi dasgupta | Aug 06 2019, 09:31 PM IST / Updated: Aug 06 2019, 09:31 PM IST

অল্প বয়সেই পাকা চুলের সমস্যায় জেরবার অনেকেই। তাই রইল পাকা চুলের সমস্যা থেকে বাঁচার কয়েকটি ঘরোয়া উপায়।

অল্প বয়সেই পাকা চুলের সমস্যায় জেরবার অনেকেই। তাই রইল পাকা চুলের সমস্যা থেকে বাঁচার কয়েকটি ঘরোয়া উপায়।


১) আমলকি - পাকা চুল রোধ করতে আমলকির উপকারিতা অনেক। এতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। 

২) নারকেল তেল - নারকেল তেল চুলের জন্য আশ্চর্যজনক কাজ করে। খুশকি থেকে শুরু করে চুলের বৃদ্ধি পর্যন্ত এটা আপনার চুলের সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। 

৩) কারি পাতা- কারি পাতা খুবই কার্যকরী এই ক্ষেত্রে। অনেকে বলে যারা কারিপাতা রোজ খান তাদের চুল সহজে পাকে না। কারি পাতায় রয়েছে ভিটামিন এ সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। 


৪) পেঁয়াজ - দিনে একটি করে পেঁয়াজ খেলে পাকা চুলের সমস্যা থেকে দূরে থাকা যায়। এছাড়া মাথায় পেঁয়াজের রস মাখতে পারেন। 

৫) হেনা - চুলের রং কে ধরে রাখতে হেনার জুড়ি মেলা ভার। হেনা চুলে কন্ডিশনার এর মত কাজ করে।
 

04:20মহিষাসুরমর্দিনি-র স্মৃতিচারণায় এশিয়ানেটনিউজ বাংলার সঙ্গে একান্তে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়02:02তিন বছরে পড়ল বালুরঘাট অভিযাত্রী পাড়ার বাসন্তী পুজো, অষ্টমী পুজোকে সামনে রেখে হল কুমারী পুজো03:15অল্প বয়সেই মাথায় টাক, সমাধান কি03:56বাসি ভাতের গুণে উজ্জ্বল হবে ত্বক03:19ছেলেদের থেকে পরকিয়া লুকাতে ওস্তাদ মেয়েরা, বলছে সমীক্ষা04:25চেষ্টা করেও সঙ্গীকে সুখ দিতে পারছেন না? মেয়েদের শরীরের এই অংশ নিয়ে জানা নেই আপনার03:54Father's Day 2022 : জেনে নিন কবে প্রথম পালিত হয়েছিল ফাদার্স ডে 03:27বিয়ার বোতল বাদামি বা গাঢ় সবুজ রঙেরই কেন হয়? কারণটা কী03:22আপনি কিভাবে আপনার ফোন ধরেন? উত্তর বলে দেবে আপনি কেমন মানুষ03:15যৌন মিলনের পর মহিলাদের কানে কানে কী কথা বলে থাকেন পুরুষরা