অল্প বয়সেই পাকা চুলের সমস্যায় জেরবার অনেকেই। তাই রইল পাকা চুলের সমস্যা থেকে বাঁচার কয়েকটি ঘরোয়া উপায়।
অল্প বয়সেই পাকা চুলের সমস্যায় জেরবার অনেকেই। তাই রইল পাকা চুলের সমস্যা থেকে বাঁচার কয়েকটি ঘরোয়া উপায়।
১) আমলকি - পাকা চুল রোধ করতে আমলকির উপকারিতা অনেক। এতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে।
২) নারকেল তেল - নারকেল তেল চুলের জন্য আশ্চর্যজনক কাজ করে। খুশকি থেকে শুরু করে চুলের বৃদ্ধি পর্যন্ত এটা আপনার চুলের সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে।
৩) কারি পাতা- কারি পাতা খুবই কার্যকরী এই ক্ষেত্রে। অনেকে বলে যারা কারিপাতা রোজ খান তাদের চুল সহজে পাকে না। কারি পাতায় রয়েছে ভিটামিন এ সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট।
৪) পেঁয়াজ - দিনে একটি করে পেঁয়াজ খেলে পাকা চুলের সমস্যা থেকে দূরে থাকা যায়। এছাড়া মাথায় পেঁয়াজের রস মাখতে পারেন।
৫) হেনা - চুলের রং কে ধরে রাখতে হেনার জুড়ি মেলা ভার। হেনা চুলে কন্ডিশনার এর মত কাজ করে।