হাতে স্মার্ট ফোন, ফলেই তরিঘড়ি হাজার একটা অ্যাপ্লিকেশন নামিয়ে ফেলা। তারই মধ্যে রয়েছে মালওয়ারের মতন ভয়াবহ অ্যাপ্লিকেশন, যা বিশ্ব জুড়ে অধিকাংশ ফোনকেই ইতিমধ্যে প্রভাবিত করেছে। যার ফলে মুহুর্তে বদলে যাচ্ছে ফোনের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো। ফলেই ডাইনলোডের আগে নজর রাখুন।
অন্যদিকে ফোন কেনার কথা ভাবছেন যারা তাদের জন্য রইল সুখবর। আজই বাজারে মুক্তি পেল রেডমি সেভেন। অত্যাধুনিক প্রযুক্তিতে ভরপুর এই ফোনের দাম শুরু ৫৯৯৯ টাকা থেকে। সঙ্গে বাজারে এল ভিভো জেট ওয়ান প্রো। এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা।