মুখের দুর্গন্ধের সমস্যা দূর করুন
মাথায় রাখুন কয়েকটি টিপস
বেশি করে জল পান করুন
নিয়ম মেনে ব্রাশ করুন
মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন অনেকেই। কোনও মিটিং কিংবা পথে ঘাটে পরিচিতের সঙ্গে দেখা হলেই যেন এক অস্বস্তি বোধ। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাথায় রাখুন কয়েকটি টিপস। সহজেই দূর হবে মুখের গন্ধ।
প্রতিদিন নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। দিনে দুবার নিয়ম মাফিক বার্শ করার সঙ্গে সঙ্গে মেনে চলুন আরও কিছু নিয়ম। যেমন প্রতিদিন বেশি পরিমানে জল পান করুন। মুখে গন্ধ হয় এমন খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে অ্যাকোহল মুক্ত মাউথ ওয়াশ ব্যবহার করুন। দেখবেন সমস্যা অনেকটা কেটে গিয়েছে।