নতুন বছরে অনেকেই নতুন কিছু কিনে থাকেন। এবার নতুন বছরে কিনে নিতেই পারেন একটি নতুন ফোন। অনেকে সখেই কেনেন ফোন। তবে উপলক্ষ যাই হোক না কেন, যদি ফোন কেনার পরিকল্পনা থাকে আপনার তবে বেছে নিন এই ৫টি ফোনের মধ্যে একটি। কম বাজেটে বেশি ফিচার কে না চায়। সেই সঙ্গে অনেকেরই নিজস্ব পছন্দের একটি ব্রান্ড থাকে। স্যামসাং না অ্যাপেল, আবার গুগুল পিক্সেলও রাখতেই পারেন ফোন কেনার লিস্টে। তবে ফোন কেনার আগে কোন ফোনের কি ফিচার সেটা জেনে নেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সঙ্গেই বাজেট ও চাহিদা মত বেছে নিতেই পারেন এই লিস্টের থেকে একটি ফোন।