ভ্রমণ পিপাসুরা নিঃসন্দেহে রোমাঞ্চ ভালোবাসেন। আর বৃষ্টির সময়ে বেড়ানোর মধ্যে রয়েছে আলাদা রোমাঞ্চ। দেখে নেওয়া যাক বৃষ্টি ভরা অগাস্ট মাসে বেড়ানোর ৪ ঠিকানা-
ভ্রমণ পিপাসুরা নিঃসন্দেহে রোমাঞ্চ ভালোবাসেন। আর বৃষ্টির সময়ে বেড়ানোর মধ্যে রয়েছে আলাদা রোমাঞ্চ। দেখে নেওয়া যাক বৃষ্টি ভরা অগাস্ট মাসে বেড়ানোর ৪ ঠিকানা-
১) পঞ্চগনি- এখানে পাঁচটি পাহাড় রয়েছে বলেই এর নাম পঞ্চগনি।
২) লেহ- যাঁরা ভ্রমণে রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের জন্য লেহ এক বড় আকর্ষণ।
৩) গোয়া- যে কোনও মরশুমেই গোয়ায় ভিড় হয়। কিন্তু বৃষ্টিতে এই স্থান আরও সুন্দর করে সেজে ওঠে। বরং এখানে এই সময়ে ফাঁকায় গেলে সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন।
৪) কুর্গ- দক্ষিণের হিল স্টেশনের মধ্যে অন্যতম হল কুর্গ। একে ভারতের স্কটল্যান্ড বলা হয়।