চুলের সমস্যার রইল সহজ সমাধান
চুলে পুষ্টি যোগাতে ব্যবহার করা উচিত বিয়ার
সপ্তাহে অন্তত দুদিন বিয়ার ব্যবহার করুন
চুলের স্বাস্থ্য ভালো রাখতে মাথায় রাখুন কয়েকটি টিপস
চুলের নানা সমস্যায় অনেকেই নাজেহাল। তা সে স্টাইলের ক্ষেত্রেই হোক বা চুলের পুষ্টির ক্ষেত্রে। এবার এই সমস্যার সহজ সমাধান মিলবে বিয়ারে। চুলের সমস্যা মেটাতে বিয়ার কতটা উপকারী তা জেনে নিয়েই এবার সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন বিয়ার।
চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে বিয়ার। অনেকেরই চুল তেলা হয়ে থাকে। বিয়ার দিয়ে চুল ধুলে তা পরিষ্কার হয়ে যায়। দুষণ দেখে চুলের যে পরিমাণ ক্ষতি হয় তা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন বিয়ার। পাতলা হয়ে থাকা চুলে ভলিউম বাড়াতেও সাহায্য করে থাকে বিয়ার।