একগুচ্ছ নয়া গ্য়াজেটের মুখ দেখতে চলেছে ভারত।পরিচয় দেওয়া যাক সেইসব গ্যাজেটগুলির ভারতে আসছে রেড মি ৭ প্রো। আসতে চলেছে নোকিয়া পিওরভিউ ৯। বাজারে আসছে লেনোভোর ডিজিটাল ব্যান্ড। মূলত হার্ট রেট মনিটর করবে এই ব্যান্ড। অন্য দিকে দুঃসংবাদ রয়েছে স্যামসং-এর জন্যে। তাদের চিপের ব্যবসায় বেশ মন্দা দেখা দিয়েছে।