যৌনতার মতো নিবিড় আবেগঘন মুহূর্ত কাটিয়ে ওঠার পর কতটা ভালবাসা মাখানো থাকে পরস্পরের সংলাপে? সম্প্রতি একটি ডেটিং সংস্থা এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়েছিল। পরিচয় গোপন রাখা হবে এই শর্তেই অংশগ্রহণকারীরা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে সম্পর্কের সমীকরণ নির্ধারণ করে যৌনতা পরবর্তী কথোপকথন কেমন হবে।
তবে সমীক্ষা বলছে, বিবাহিত নয় এমন যুগল সঙ্গমের পর ‘এ বার যেতে হবে’ বলে থাকেন। কেউ আবার প্রত্যাশা নিয়ে বলে থাকেন ‘আবার কবে এমন সুযোগ আসবে?’ সমীক্ষা বলছে, যৌনতার পরেও মহিলাদের গলায় শাসনের আভাস থাকে। সঙ্গীর প্রতি নির্দেশ থাকে ‘ঘুমিয়ো না’ কিংবা ‘আমার ফোন কই’?