পুজোয় শর্বরী দত্তের টিপস 'শূন্যে'র ফ্যাশন

পুজোয় শর্বরী দত্তের ফ্যাশন টি্পস
'শূন্যে মহিলাদের জন্য বিশেষ্ব সম্ভার
ছেলেদের পাঞ্জাবিতে অভিনবত্ব
হাজির ছোটদের পোশাক

ফ্যাশনের দুনিয়ায় শর্বরী দত্ত সবসময়ই এক নিজস্ব ঘরানা তৈরি করেছেন। তার তৈরি পাঞ্জাবি পছন্দ হবে না এমন পুরুষ খুঁজে পাওয়া দুরহ। তবে কেবল ছেলেরাই নন এবারের পুজোয় মেয়েদের হরেক স্টাইল স্টেটমেন্ট নিয়ে নিজের স্টোর 'শূন্যে' হাজির হয়েছেন এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। যেখানে কাঁথা থেকে বেনারসী, তসর থেকে জামদানি মন কারবেই আপনার। বাড়ির খুদেদের জন্যই রয়েছে  আকর্ষণীয় নানা সম্ভার। তাই এবারের পুজোয় পুরো পরিবার  শর্বরী দত্তের স্টাইলে সেজে উঠে  তাক লাগয়ি দিতে পারেন বন্ধু ও পরিজনদের। 

03:04পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মনামী, একান্ত সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী03:31শেষ মুহূর্তে পুজোর সাজে ফিনিশিং টাচ ঊষসীর06:07পুজোর আগে ট্যাটু করালেন প্রত্যুষা, সাহস জোগালেন ভাবনা06:40এথনিক পোশাক থেকে জিন্স কিংবা গাউন, এবার পুজোয় মহিলাদের ফ্যাশন ট্রেন্ড কী, দেখে নিন05:28জগার্স থেকে নেহরু জ্যাকেট, পুরুষদের কোন কোন পোশাক এবার পুজোয় ফ্যাশন ট্রেন্ডে, দেখে নিন03:29কোন পোশাকে সাজাবেন বাড়ির খুদেকে, এবার পুজোয় কোন জামা আছে ট্রেন্ডে, দেখে নিন03:37পুজোয় চিরন্তন 'শাড়িপ্রেম'11:42পুজোয় শর্বরী দত্তের টিপস 'শূন্যে'র ফ্যাশন