পুজোয় চিরন্তন 'শাড়িপ্রেম'
পুজোর কটাদিন অপরূপ হয়ে উঠতে কেনা চান। সারাবছর ব্যস্ততা থাকলেও পুজোর কটাদিন প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অথবা পরিবারেরর সঙ্গে সময় কাটাতে আমাদের সকলেরই ভাললাগে। আর এই কটা দিনের জন্য আগে থেকেই কত প্ল্যানিং শুরু হয়ে যায় তরুণ-তরুণীদের মধ্যে।
পুজোর কটাদিন অপরূপ হয়ে উঠতে কেনা চান। সারাবছর ব্যস্ততা থাকলেও পুজোর কটাদিন প্যান্ডেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অথবা পরিবারেরর সঙ্গে সময় কাটাতে আমাদের সকলেরই ভাললাগে। আর এই কটা দিনের জন্য আগে থেকেই কত প্ল্যানিং শুরু হয়ে যায় তরুণ-তরুণীদের মধ্যে। পুজোয় নিজের পাড়ার ক্যাটরিনা কাইফ বা হৃত্বির রোশন হয়ে ওঠার প্রস্তুতি তাই চলছে জোরকদমে। বড় বড় শপিং মলে এসে গেছে পুজোর ফ্যাশন। আর নিজের পছন্দের পোশাক বেছে নিতে লম্বা লাইন চোখে পড়ছে দোকানগুলির সামনে। বছরের বাকি দিন জিন্স, টি-শার্ট পছন্দ হলেও পুজোর কটাদিন মেয়েরা শাড়িতেই ভরসা রাখেন। অষ্টমীতে অঞ্জলি দিতে তাই চাই তসরের শাড়ি আর বিকেলে অবশ্যই পড়তে হবে জামদানি।চুড়িদার আর হাল ফ্যাশনের ড্রেসেরও হেভি ডিমান্ড রয়েছে। পিছিয়ে নেই ছেলেরাও। জিন্স, টি-শার্টের পাশাপাশি ডিমান্ড রয়েছে শেরওয়ানি ও দহর কোটেরও। অনেক দোকান আবার ক্রেতা আকর্ষণ করতে দিচ্ছে ডিসকাউন্ট। উমার আগমণে আর কয়েকদিন বাকি থাকলেও ফ্যাশন মলগুলিতে কিন্তু ঢাকের বাদ্যি বাজতে শুরু করে দিয়েছে।