জগার্স থেকে নেহরু জ্যাকেট, পুরুষদের কোন কোন পোশাক এবার পুজোয় ফ্যাশন ট্রেন্ডে, দেখে নিন

দুর্গাপুজো মানে সকলের উৎসব। তবে মানতেই হবে সবচেয়ে বেশি উৎসাহ থাকে বাড়ির খুদে সদস্যদেরই। সুন্দর জামাকাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে না ঘোরা হলে তো পুজোটাই মাটি। আর এখন কিন্তু বাচ্চারাও প্যাশনের বিষয়ে অত্যন্ত সচেতন। জামা-প্য়ান্ট, স্কার্ট-ড্রেস থেকে জুতো - বাচ্চাদের কোন কোন পোশাক এইবছর পুজোয় রয়েছে ট্রেন্ডে? সেই খোঁজ নিতেই এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছে গেল প্যান্টালুনস-এর কাঁকুড়গাছির দোকানে। 

Share this Video

দুর্গাপুজো মানে সকলের উৎসব। তবে মানতেই হবে সবচেয়ে বেশি উৎসাহ থাকে বাড়ির খুদে সদস্যদেরই। সুন্দর জামাকাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে না ঘোরা হলে তো পুজোটাই মাটি। আর এখন কিন্তু বাচ্চারাও প্যাশনের বিষয়ে অত্যন্ত সচেতন। জামা-প্য়ান্ট, স্কার্ট-ড্রেস থেকে জুতো - বাচ্চাদের কোন কোন পোশাক এইবছর পুজোয় রয়েছে ট্রেন্ডে? সেই খোঁজ নিতেই এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছে গেল প্যান্টালুনস-এর কাঁকুড়গাছির দোকানে।

Related Video