স্বামী-স্ত্রী -র সম্পর্কে বোঝাপড়াটা অত্যন্ত জরুরি। একে অপরের সঙ্গে সময় কাটান এবং কথা বলুন। বিশ্বাস এবং সততা যেকোনও সম্পর্কেরই ভিত। একে অপরের প্রতি তাই বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি। সম্পর্কের মধ্যে আসতেই পারে নানান চ্যালেঞ্জ। একা নয় দু'জন মিলে যেকোনও সমস্যার সমাধান খুঁজে বের করুন। অর্থনৈতিকও নানান সমস্যা থাকতে পারে। দু'জনে মিলে আলোচনা করেই সেই সমস্যার সমাধান করুন। অনেকেই আছেন যারা কথা দিয়ে কথা রাখেন না। চেষ্টা করুন যে কথা দিচ্ছেন সেই কথা রাখার।