হস্তমৈথুন শরীরের জন্য উপকারী, কি বলছেন বিশেষজ্ঞরা
অনেক ক্ষেত্রে যৌন জীবনে সমস্যা প্রভাব পেলে সম্পর্কের পর। যৌন চাহিদা পূরণে পার্টনার থাকা সত্ত্বেও অনেকে হস্তমৈথুন করে থাকে। হস্তমৈথুন শব্দটা শুনলে অধিকাংশের মনেই নেতিবাচক চিন্তা আসে। তবে, যৌন তৃপ্তি পেতে ছেলে মেয়ে উভয়ই এর ওপর ভরসা করে থাকেন। এদিকে বিয়ের পরও অনেকে হস্তমৈথুন করেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ইগো-র লড়াই চলতে থাকে। কিন্তু, বিশেষজ্ঞের মতে বিয়ের পর হস্তমৈথুনে কোনও সমস্যা নেই। বরং রয়েছে একাধিক উপকার।
বিশেষজ্ঞদের মতে, শরীর প্রয়োজনীয় বীর্য তৈরি করে। তা হস্তমৈথুনের মধ্যেমের শরীর থেকে বের করে মোটেও খারাপ নয়। হতেই পারে, শারীরিক মিলনের জন্য দুজনের সময় হয় না। আর রোজ সঙ্গম করা সকলের পক্ষে সম্ভবও নয়। সেক্ষেত্রে হস্তমৈথুন করলে তাতে কোনও ক্ষতি নেই। বরং, এভাবে শরীর থেকে বাড়তি বীর্য বের করলে শরীর সুস্থ থাকে।