দাম্পত্য সুখের রাখতে চান? তাহলে রাতের বেলা বিছানায় গিয়ে অবশ্যই এই কাজগুলি করুন

বিয়ের প্রথম প্রথম সব ঠিক থাকলেও সময়ের সঙ্গে বদল হতে থাকে সম্পর্ক। দাম্পত্য জীবনের শুরুর কয়েক বছর যতটা সুখের হয়, পরে সেই সম্পর্ক বদল হতে থাকে। ঝগড়া, অশান্তি চলতেই থাকে। এক ছাদের তলায় থাকলেও যেন একে অপর আলাদা আলাদা থাকেন। 

বিয়ের প্রথম প্রথম সব ঠিক থাকলেও সময়ের সঙ্গে বদল হতে থাকে সম্পর্ক। দাম্পত্য জীবনের শুরুর কয়েক বছর যতটা সুখের হয়, পরে সেই সম্পর্ক বদল হতে থাকে। ঝগড়া, অশান্তি চলতেই থাকে। এক ছাদের তলায় থাকলেও যেন একে অপর আলাদা আলাদা থাকেন। দুজনেই নিজেদের কাজ নিয়ে অনেক সময় একটা ব্যস্ত হে যান, যে পরিবারকে সময় দিতে পারেন না। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে বাড়তে থাকে দূরত্ব। এক এক সময় এই ঝগড়া বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। প্রতিটি মানুষ অনেক স্বপ্ন নিয়ে সংসার বাঁধেন। কিন্তু, তা বিচ্ছেদ হোক কেউ চান না। আজ রইল ১০টি টোটকার হদিশ। এবার থেকে ঘুমাতে যাওয়ার আগে এই কাজ করুন। মোবাইল রাখুন দূরে। বর্তমানে সবাই মোবাইলের ওপর অধিক নির্ভর করে থাকি। খাটে শুয়ে মোবাইল ঘাঁটি। সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে নিজের পরিবারকে ভুলে যাই। তাই রাতে মোবাইল নিয়ে শোবেন না। সোশ্যাল মিডিয়ায় সকলের প্রোফাইল না ঘেঁটে পরিবারকে সময় দিন। স্ত্রীর সঙ্গে গল্প করুন। দুজনে ভালো সময় কাটান।

03:15হস্তমৈথুন শরীরের জন্য উপকারী, কি বলছেন বিশেষজ্ঞরা01:45বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা, জেনে নিন কেন দেখা দেয় Male infertility03:17কাছে আসা-নিজেকে সম্মান করা, এমন ৫টি জিনিস পালন করলে আপনার সম্পর্ক হবে চিরস্থায়ী 04:37হাসপাতালের সামনে স্ত্রীকে বাটাম দিয়ে মারল স্বামী, ঋণের কিস্তির টাকা নিয়ে প্রকাশ্যে দাম্পত্য বিবাদ 01:58দাম্পত্য সুখের রাখতে চান? তাহলে রাতের বেলা বিছানায় গিয়ে অবশ্যই এই কাজগুলি করুন 02:45স্ত্রীর হাত কেটে দিল স্বামী, সরকারি নার্সের চাকরি পাওয়ার 'সাজা' পেলেন মহিলা 01:33বড়সড় পতন সোনার দামে, দারুণ সস্তা হল রূপো03:15দেওয়ালের কোন রং বাড়িয়ে দেয় যৌনতার তীব্রতা? কী বলছেন বিশেষজ্ঞরা দেখুন01:55স্বামী হিসেবে এই চার রাশির জাতক সেরা, স্ত্রীকে খুশি রাখতে এরা তৈরি থাকে