শোয়ার ঘর কি শুধুই ঘুমানোর জায়গা? মোটেই নয়। শয়নকক্ষ কাছের মানুষটিকে আরও কাছে পাওয়ার, ঘনিষ্ঠতার আড়ালও বটে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তরঙ্গতার মুহূর্তের উদ্দামতা অনেকটাই নির্ভর করে শোয়ার ঘরের পরিবেশের উপরেও। বিশেষ করে, শোয়ার ঘরের দেওয়াল ও আসবাবের নির্দিষ্ট কিছু রং নাকি বাড়িয়ে দিতে পারে অন্তরঙ্গতার তীব্রতা।
কোন রং যৌন জীবন ভাল করতে পারে, তা নিয়েও সমীক্ষা চালান সমীক্ষকরা। তাঁরা জানাচ্ছেন, ক্যারামেল রঙের দেওয়াল থাকলে সবচেয়ে বেশি বার যৌনতায় লিপ্ত হয়েছেন মানুষ। তাঁদের দাবি এই রঙের ঘরে থাকা দম্পতিরা সপ্তাহে গড়ে তিন বার লিপ্ত হয়েছেন যৌন মিলনে। অন্য দিকে লাল রংকে ভালবাসার রং বলে ভাবা হলেও, সমীক্ষা কিন্তু বলছে, লাল রঙের ঘরে সপ্তাহে গড়ে মাত্র এক বার যৌনতায় মেতেছেন মানুষ।