দেওয়ালের কোন রং বাড়িয়ে দেয় যৌনতার তীব্রতা? কী বলছেন বিশেষজ্ঞরা দেখুন

শোয়ার ঘর কি শুধুই ঘুমানোর জায়গা? মোটেই নয়। শয়নকক্ষ কাছের মানুষটিকে আরও কাছে পাওয়ার, ঘনিষ্ঠতার আড়ালও বটে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তরঙ্গতার মুহূর্তের উদ্দামতা অনেকটাই নির্ভর করে শোয়ার ঘরের পরিবেশের উপরেও। বিশেষ করে, শোয়ার ঘরের দেওয়াল ও আসবাবের নির্দিষ্ট কিছু রং নাকি বাড়িয়ে দিতে পারে অন্তরঙ্গতার তীব্রতা।

কোন রং যৌন জীবন ভাল করতে পারে, তা নিয়েও সমীক্ষা চালান সমীক্ষকরা। তাঁরা জানাচ্ছেন, ক্যারামেল রঙের দেওয়াল থাকলে সবচেয়ে বেশি বার যৌনতায় লিপ্ত হয়েছেন মানুষ। তাঁদের দাবি এই রঙের ঘরে থাকা দম্পতিরা সপ্তাহে গড়ে তিন বার লিপ্ত হয়েছেন যৌন মিলনে। অন্য দিকে লাল রংকে ভালবাসার রং বলে ভাবা হলেও, সমীক্ষা কিন্তু বলছে, লাল রঙের ঘরে সপ্তাহে গড়ে মাত্র এক বার যৌনতায় মেতেছেন মানুষ।

03:15হস্তমৈথুন শরীরের জন্য উপকারী, কি বলছেন বিশেষজ্ঞরা01:45বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা, জেনে নিন কেন দেখা দেয় Male infertility03:17কাছে আসা-নিজেকে সম্মান করা, এমন ৫টি জিনিস পালন করলে আপনার সম্পর্ক হবে চিরস্থায়ী 04:37হাসপাতালের সামনে স্ত্রীকে বাটাম দিয়ে মারল স্বামী, ঋণের কিস্তির টাকা নিয়ে প্রকাশ্যে দাম্পত্য বিবাদ 01:58দাম্পত্য সুখের রাখতে চান? তাহলে রাতের বেলা বিছানায় গিয়ে অবশ্যই এই কাজগুলি করুন 02:45স্ত্রীর হাত কেটে দিল স্বামী, সরকারি নার্সের চাকরি পাওয়ার 'সাজা' পেলেন মহিলা 01:33বড়সড় পতন সোনার দামে, দারুণ সস্তা হল রূপো03:15দেওয়ালের কোন রং বাড়িয়ে দেয় যৌনতার তীব্রতা? কী বলছেন বিশেষজ্ঞরা দেখুন01:55স্বামী হিসেবে এই চার রাশির জাতক সেরা, স্ত্রীকে খুশি রাখতে এরা তৈরি থাকে