গরম বলে কি প্রেম করতে নেই? হাঁসফাঁসানি গরমেও সবাই নিশ্চিন্ত নিরালা খোঁজে প্রেম করার জন্য। গরমে কলকাতার বুকেও এমন জায়গা রয়েছে যেখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতেই পারেন কাছের মানুষটির সঙ্গে।
গরম বলে কি প্রেম করতে নেই? হাঁসফাঁসানি গরমেও সবাই নিশ্চিন্ত নিরালা খোঁজে প্রেম করার জন্য। গরমে একটু ঠান্ডা যেখানে মেলে সেটাই প্রেম করার উপযুক্ত জায়গা গরমে কলকাতার বুকেও এমন জায়গা রয়েছে যেখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতেই পারেন কাছের মানুষটির সঙ্গে। গরমকে ফাঁকি দিয়ে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে গঙ্গার ধারে বসে প্রেম করার মজাই যেন আলাদা। উত্তর কলকাতার রোম্যান্টিক জায়গাগুলোর মধ্যে বাগবাজার ঘাট প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত পছন্দের জায়গা। প্রেমের জন্য সারা বছরই লেকে ভিড় জমান অনেকেই, গরমে লেকের ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রেম করতেই পারেন। প্রেমের চিরকালীন ঠিকানা ভিক্টোরিয়া। গাছপালার মাঝে প্রকৃতির শোভা আর দেখতে দেখতে জমে উঠবে প্রেম। গরমে বাবুঘাটও মন্দ হবে না। এক দিকে হাওড়া ব্রিজ তো অন্য দিকে দ্বিতীয় হুগলি সেতু। সন্ধ্যা নামলে চলে যেতেই পারেন নন্দনে। সুন্দর সাজানো-গোছানো পরিবেশ একটা সন্ধ্যে কাটাতে ভালোই লাগবে।