উত্তর থেকে দক্ষিণ, গরমে কলকাতায় প্রেমের সেরা ৫ ঠিকানা

গরম বলে কি প্রেম করতে নেই? হাঁসফাঁসানি গরমেও সবাই নিশ্চিন্ত নিরালা খোঁজে প্রেম করার জন্য। গরমে কলকাতার বুকেও এমন জায়গা রয়েছে যেখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতেই পারেন কাছের মানুষটির সঙ্গে।

গরম বলে কি প্রেম করতে নেই? হাঁসফাঁসানি গরমেও সবাই নিশ্চিন্ত নিরালা খোঁজে প্রেম করার জন্য। গরমে একটু ঠান্ডা যেখানে মেলে সেটাই প্রেম করার উপযুক্ত জায়গা গরমে কলকাতার বুকেও এমন জায়গা রয়েছে যেখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতেই পারেন কাছের মানুষটির সঙ্গে। গরমকে ফাঁকি দিয়ে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে গঙ্গার ধারে বসে প্রেম করার মজাই যেন আলাদা। উত্তর কলকাতার রোম্যান্টিক জায়গাগুলোর মধ্যে বাগবাজার ঘাট প্রেমিক-প্রেমিকাদের অত্যন্ত পছন্দের জায়গা। প্রেমের জন্য সারা বছরই লেকে ভিড় জমান অনেকেই, গরমে লেকের ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রেম করতেই পারেন। প্রেমের চিরকালীন ঠিকানা ভিক্টোরিয়া। গাছপালার মাঝে প্রকৃতির শোভা আর দেখতে দেখতে জমে উঠবে প্রেম। গরমে বাবুঘাটও মন্দ হবে না। এক দিকে হাওড়া ব্রিজ তো অন্য দিকে দ্বিতীয় হুগলি সেতু। সন্ধ্যা নামলে চলে যেতেই পারেন নন্দনে। সুন্দর সাজানো-গোছানো পরিবেশ একটা সন্ধ্যে কাটাতে ভালোই লাগবে।

01:53সাদা-আসমানি বিকিনিতে সমুদ্র তীরে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি, ছুটির মেজাজে অভিনেত্রী সাংসদ 03:40২ বছর পর 'অফলাইন জামাইষষ্টী', কেমন যাচ্ছে বাজারদর 01:45কী দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল সারা দেশে02:39একা ঘুরতে যাওয়ার সেরা ৫ ঠিকানা, যেখানে নিশ্চিন্তে যেতে পারেন মহিলারা02:39উত্তর থেকে দক্ষিণ, গরমে কলকাতায় প্রেমের সেরা ৫ ঠিকানা 02:54ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ৫ ঠিকানা, যা কলকাতার খুব কাছে01:40ওয়ার্ল্ড হেরিটেজ ডে-র বিশেষ দিনে দেখে নিন ভারতের সেরা ৫ হেরিটেজ সাইট03:38বিদেশ ভ্রমণের সেরা ৫ ঠিকানা, ভারত থেকে এই ৫ জায়গায় যেতে সময় লাগে ৫ঘন্টারও কম 02:06গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন এই ৫ জায়গায়