করোনা আবহে ঘুরে আসুন অযোধ্যা পাহাড় থেকে, জেনে নিন এই নতুন নিয়মগুলি

করোনা আবহে অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন। এবার সেখানে যেতে হলেও করাতে হবে করোনা পরীক্ষা। ইতিমধ্যেই একাধিক পর্যটন কেন্দ্রে চালু হয়েছে এই নিয়ম। অযোধ্যা পাহাড়ে যেতে হলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। দুটি টিকা নেওয়া থাকলে তবে ছাড় পাবেন পর্যটকরা। সেক্ষেত্রে দুটি টিকা নেওয়ার প্রমাণ পত্র দেখাতে হবে, তবেই হোটেলে প্রবেশের অনুমতি মিলবে। 

করোনা আবহে অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন। এবার সেখানে যেতে হলেও করাতে হবে করোনা পরীক্ষা। ইতিমধ্যেই একাধিক পর্যটন কেন্দ্রে চালু হয়েছে এই নিয়ম। অযোধ্যা পাহাড়ে যেতে হলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। দুটি টিকা নেওয়া থাকলে তবে ছাড় পাবেন পর্যটকরা। সেক্ষেত্রে দুটি টিকা নেওয়ার প্রমাণ পত্র দেখাতে হবে, তবেই হোটেলে প্রবেশের অনুমতি মিলবে। 

03:32নেপালে কয়েক হাজার ফুট থেকে শূন্যে ঝাঁপ, অভিনেত্রী দেবলীনা যেন পাখি!01:53সাদা-আসমানি বিকিনিতে সমুদ্র তীরে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি, ছুটির মেজাজে অভিনেত্রী সাংসদ 03:40২ বছর পর 'অফলাইন জামাইষষ্টী', কেমন যাচ্ছে বাজারদর 01:45কী দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল সারা দেশে02:39একা ঘুরতে যাওয়ার সেরা ৫ ঠিকানা, যেখানে নিশ্চিন্তে যেতে পারেন মহিলারা02:39উত্তর থেকে দক্ষিণ, গরমে কলকাতায় প্রেমের সেরা ৫ ঠিকানা 02:54ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ৫ ঠিকানা, যা কলকাতার খুব কাছে01:40ওয়ার্ল্ড হেরিটেজ ডে-র বিশেষ দিনে দেখে নিন ভারতের সেরা ৫ হেরিটেজ সাইট03:38বিদেশ ভ্রমণের সেরা ৫ ঠিকানা, ভারত থেকে এই ৫ জায়গায় যেতে সময় লাগে ৫ঘন্টারও কম 02:06গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন এই ৫ জায়গায়