একা ঘুরতে যাওয়ার সেরা ৫ ঠিকানা, যেখানে নিশ্চিন্তে যেতে পারেন মহিলারা

একা একা ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন। একা ঘুরতে যেতে চাইলেও অনেক সময়েই যাওয়া হয়না। মেয়ারা একা ঘুরতে যাওয়ার আগে ১০ বার ভাবেন। তবে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে নিশ্চিন্তে একা যাওয়া যায়।

একা একা ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন। একা ঘুরতে যেতে চাইলেও অনেক সময়েই যাওয়া হয়ে ওঠেনা। মেয়ারা একা ঘুরতে যাওয়ার আগে ১০ বার ভাবেন। এক পা এগিয়েও দু পা পিছিয়ে আসেন মেয়েরা। তবে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে নিশ্চিন্তে একা যাওয়া যায়। পুদুচেরি- একজন মহিলার একা ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা পুদুচেরি। আরামদায়ক পরিবেশ যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। মুন্নার- এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সব সময় সবার নজর কাড়ে। মহিলাদের ভ্রমণের জন্য একটি একটি আদর্শ জায়গা। হাম্পি- যদি ইতিহাস অপনার পছন্দের বিষয় হয় তবে যেতেই পারেন হাম্পিতে। হাম্পির গ্রামটিতে বেশ কিছু প্রাচীন স্থান রয়েছে। হৃষিকেশ- ভারতের যোগীদের থাকার জায়গা এই হৃষিকেশ, একজন মহিলা ভ্রমণকারীর জন্য উত্তরাখণ্ডের একটি মনোরম জায়গাও। উদয়পুর- ভ্রমণ পিপাসুদের তালিকায় রাজস্থান সব সময়েই থাকে। উদয়পুরের সৌন্দর্য সব সময়েই সবার নজর কাড়ে। 

01:53সাদা-আসমানি বিকিনিতে সমুদ্র তীরে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি, ছুটির মেজাজে অভিনেত্রী সাংসদ 03:40২ বছর পর 'অফলাইন জামাইষষ্টী', কেমন যাচ্ছে বাজারদর 01:45কী দরে বিকোচ্ছে পেট্রোল ডিজেল সারা দেশে02:39একা ঘুরতে যাওয়ার সেরা ৫ ঠিকানা, যেখানে নিশ্চিন্তে যেতে পারেন মহিলারা02:39উত্তর থেকে দক্ষিণ, গরমে কলকাতায় প্রেমের সেরা ৫ ঠিকানা 02:54ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ৫ ঠিকানা, যা কলকাতার খুব কাছে01:40ওয়ার্ল্ড হেরিটেজ ডে-র বিশেষ দিনে দেখে নিন ভারতের সেরা ৫ হেরিটেজ সাইট03:38বিদেশ ভ্রমণের সেরা ৫ ঠিকানা, ভারত থেকে এই ৫ জায়গায় যেতে সময় লাগে ৫ঘন্টারও কম 02:06গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন এই ৫ জায়গায়