একা একা ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন। একা ঘুরতে যেতে চাইলেও অনেক সময়েই যাওয়া হয়না। মেয়ারা একা ঘুরতে যাওয়ার আগে ১০ বার ভাবেন। তবে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে নিশ্চিন্তে একা যাওয়া যায়।
একা একা ঘুরতে যেতে অনেকেই পছন্দ করেন। একা ঘুরতে যেতে চাইলেও অনেক সময়েই যাওয়া হয়ে ওঠেনা। মেয়ারা একা ঘুরতে যাওয়ার আগে ১০ বার ভাবেন। এক পা এগিয়েও দু পা পিছিয়ে আসেন মেয়েরা। তবে ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে নিশ্চিন্তে একা যাওয়া যায়। পুদুচেরি- একজন মহিলার একা ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা পুদুচেরি। আরামদায়ক পরিবেশ যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। মুন্নার- এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সব সময় সবার নজর কাড়ে। মহিলাদের ভ্রমণের জন্য একটি একটি আদর্শ জায়গা। হাম্পি- যদি ইতিহাস অপনার পছন্দের বিষয় হয় তবে যেতেই পারেন হাম্পিতে। হাম্পির গ্রামটিতে বেশ কিছু প্রাচীন স্থান রয়েছে। হৃষিকেশ- ভারতের যোগীদের থাকার জায়গা এই হৃষিকেশ, একজন মহিলা ভ্রমণকারীর জন্য উত্তরাখণ্ডের একটি মনোরম জায়গাও। উদয়পুর- ভ্রমণ পিপাসুদের তালিকায় রাজস্থান সব সময়েই থাকে। উদয়পুরের সৌন্দর্য সব সময়েই সবার নজর কাড়ে।