নির্বাচনের আগে রাজ্যে ফের আসছেন অমিত শাহ। এর আগে যত বার রাজ্যে তিনি এসেছেন ততবারই কোনও না কোনও চমকের সাক্ষী হয়েছে বাংলা। এবার আরও একবার রাজ্যে আসছেন তিনি আর সেই সঙ্গেই ফের তাঁর হাত ধরে বিজপিতে যোগদান। এবার যোগ দিতে চলেছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। ডুমুরজলার সভায় তিনি যোগ দেবেন বিজেপিতে। জনসমক্ষে এমনটাই তিনি জানালেন।