জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একের পর এক মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতাল থেকে ইস্তফা দিতে শুরু করলেন সিনিয়র চিকিৎসক এবং অধ্যাপকরা। শুক্রবার বিকেল পর্যন্ত রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম থেকেই অন্তত ১৭৫ জন চিকিৎসক গণইস্তফা পত্রে সই করেছেন বলে খবর। কলকাতার অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজগুলিতেও সিনিয়র চিকিৎসকদের মধ্যে পদত্যাগের হিড়িক। সর্বত্রই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এনআরএস এবং আরজিকর হাসপাতালেও পদত্যাগী চিকিৎসকের সংখ্যা একশো ছাড়িয়েছে বলে খবর। কলকাতা মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিক্যালেও পদত্যাগ করেছেন বহু চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও সতেরোজন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। সিউড়ি সদর হাসপাতালের ৬৭ জন চিকিৎসক বৃহস্পতিবার ইস্তফা দেন বলে দাবি করা হয়েছিল হাসপাতালের চিকিৎসকদের তরফে। সবমিলিয়ে গোটা রাজ্যে কমবেশি পাঁচশো চিকিৎসক গত চব্বিশ ঘণ্টায় পদত্যাগ করেছেন বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি দেওয়ার পরেই বেড়েছে চিকিৎসকদের ইস্তফার সংখ্যা। ফলে, পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। বাংলার ঘটনার প্রতিবাদে আগামী ১৭ জুন দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। তবে চালু থাকবে জরুরি পরিষেবা।