Theft women's underwear: লুকিয়ে মহিলাদের অন্তর্বাস চুরি, মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের এমন নেশার কারণ ফাঁস

Published : Mar 12, 2025, 05:57 PM IST
Women underwear thief

সংক্ষিপ্ত

underwear Theft: বাড়ি, হস্টেল থেকে তাঁদের অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছে। চোর শুধুমাত্র মেয়েদের অন্তর্বাস নিয়ে পালিয়ে যাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। মহিলা বাসিন্দারা অনেকদিন ধরেই লক্ষ্য করছেন তাদের অন্তর্বাস ঘন ঘন উধাও হয়ে যাচ্ছে।

Karnataka Incident: বাড়ির ছাদ, বারান্দা থেকে আচমকাই উধাও হয়ে যাচ্ছিল মহিলাদের অন্তর্বাস। একটি, দু'টি বাড়িতে নয়, একাধিক জায়গায় একই ঘটনা ঘটছিল। টাকা, গয়না ছেড়ে হঠাৎ মহিলাদের অন্তর্বাস কেন চুরি যাচ্ছে, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। অবশেষে, এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের কাণ্ড শুনে চোখ কপালে উঠেছে সকলের। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কর্ণাটকের তুমকুরুতে এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, তুমকুরুর বহু মহিলা ও ছাত্রী অভিযোগ জানান যে, বাড়ি, হস্টেল থেকে তাঁদের অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছে। দামি জিনিসপত্র ছেড়ে চোর শুধুমাত্র মেয়েদের অন্তর্বাস নিয়ে পালিয়ে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। মহিলা বাসিন্দারা অনেকদিন ধরেই লক্ষ্য করছেন তাদের অন্তর্বাস ঘন ঘন উধাও হয়ে যাচ্ছে। 

প্রথমে বিষয়টি লোকলজ্জার ভয়ে জানাতে দ্বিধাগ্রস্ত হন হোস্টেলের ছাত্রীরা। পরে অবশ্য তারা প্রশাসনকে জানায়। অভিযুক্তকে ধরতে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেই ফুটেজে দেখা যায় হোস্টেলের কাছে পার্কিং রয়েছে একটি সন্দেহজনক স্কুটার। ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় যে একজন ব্যক্তি কিছু চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। এরপরই ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ২৫ বছর বয়সী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। যথেষ্ট মেধাবী তিনি। ওই পড়ুয়ার বাবা-মা দুজনেই শিক্ষক। পুলিশি জেরায় মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনাটি স্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তিনি জানিয়েছেন, তিনি নীল ছবিতে আসক্ত। পড়াশোনা ছাড়া সারাদিন নীল ছবি দেখেই তার সময় কাটে। সেই আসক্তি থেকেই মহিলাদের অন্তর্বাস চুরি করতেন তিনি। এই ঘটনার পর পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও কিছুক্ষণ পরেই তিনি জামিন পেয়ে যান। কারণ, ভুক্তভোগীদের অন্তর্বাস খোয়া গেলেও সামাজিক কলঙ্কের ভয়ে মহিলারা অভিযোগ দায়ের করা থেকে বিরত ছিলেন। মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের এমন নেশা দেখে চিন্তায় হয়ে গেছে তাঁর পরিবার সহ বন্ধু বান্ধবরাও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিয়ের শেরওয়ানি পরেই ফের মালাবদল বরের! প্রথম বউয়ের ধামাকা এন্ট্রিতে ভেস্তে গেল 'স্বপ্ন'
সাফারিতে সেলফি তোলার সামান্য ভুলে কী পরিণতি! ভয়ঙ্কর এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়