Ambanis' house electricity bill: অ্যান্টিলিয়া তৈরিতে খরচ হয়েছে ১৫০০০ কোটি টাকা। সেই অট্টালিকার বিদ্যুৎ বিলও নজর কাড়বে- তা আর বলার অপেক্ষা রাখে না।
Ambanis' house electricity bill: গ্রীষ্মকাল মানেই প্রখর তাপ, গরম। যার কারণে বাড়িতে সদা সর্বদা চলে পাখা। তবে বর্তমানে যা গরম পড়ছে তাতে পাখায় কাজ হয় না। লাগাতে হয় এসি বা কুলার। যার কারণে অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে বিদ্যুতের বিল বেশি আসে। এতে গেলো আমার আপনার কথা। কিন্তু আপনি কি জানেন নীতি আম্বানি আর মুকেশ আম্বানির বাসভবন অ্য়ান্টিলিয়ার প্রথম মাসের বিদ্যুতের বিল কত টাকা এসেছিল? বিলের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবেই।
আম্বানিরা ভারতের সবথেকে ধনী পরিবার। তাদের জীবনযাত্রাই অন্যরকম। বর্ণাঢ্য জীবনযাত্রা- যা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে দেশের সাধারণ মানুষের। ২০১০ সালে আম্বানিরা ১৫০০০ টাকায় তৈরি অ্য়ান্টিলিয়ায় শিফট করেন। মুম্বই শহরের কেন্দ্রেই ২৭ তলার বিল্ডিংএ থাকেন নীতি আম্বানি মুকেশ আম্বানি ও তাঁদের পরিবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বাড়ির প্রথম বিদ্যুৎ বিল।
অ্যান্টিলিয়া তৈরিতে খরচ হয়েছে ১৫০০০ কোটি টাকা। বাকিংহ্যাম প্যালেসের পর এটি সবথেকে বিলাসবহুল বাসস্থান বলেও অনেকেই দাবি করেন। সেই অট্টালিকার বিদ্যুৎ বিলও নজর কাড়বে- তা আর বলার অপেক্ষা রাখে না।
২০১০ সালের ইকোনামিক টাইসমের প্রতিবেদনে বলা হয়েছে এক মাসে আম্বানিদের বাড়িতে ৬,৩৭,২৪০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে, যার ফলে ৭০,৬৯,৪৮৮ টাকা বিদ্যুৎ বিল এসেছে। এবার আপনি কল্পনা করুন এই লক্ষ লক্ষ টাকা আপনার হাতে থাকলে আপনি কী কী করতে পারতেন। মনের মত গাড়ি, বাড়ি অবশ্যই কিনতে পারতেন আম্বনিদের মাত্র এক মাসের বিদ্যুর বিল দিয়ে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।