রবিবার মোদীর বিগ্রেড সমাবেশে অক্ষয়কুমার। আজ্ঞে হ্য়াঁ বিজেপি সূত্রে খবর, ব্রিগেডে আসার জন্য আমন্ত্রণ পত্র গ্রহন করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। উল্লেখ্য, আগামীকাল ৭ মার্চ মোদীর ব্রিগেড সভা ঘিরে এই মুহূর্তে রাজ্যে উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুন, মোদীর ব্রিগেড-সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে, জনজোয়ার আনতে ৩ টি ট্রেন ভাড়া করল BJP
২০১৯ সালে লোকসভা নির্বাচনে আগে মোদীর একান্ত সাক্ষাতকার নিয়েছিলেন অক্ষয়কুমার। একাধিক ইস্যুতে মোদী সরকারের সিদ্বান্তের সপক্ষে কথাও বলেছেন বলিউডের 'খিলাড়ী'। তাই মোদী-অক্ষয়ের সুসম্পর্ক নিয়ে বহু চর্চিত। অক্ষয়কুমার ব্রিগেডে এলে যে মানুষের ঢল নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, মোদীর ব্রিগেড সমাবেশে সবচেয়ে বড় চমক হতে চলেছেন বলিউডের আরেক সুপারস্টার ডিস্কো ড্য়ান্সার মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন, মোদীর 'স্বাধীনতা-কমিটি'তে সনিয়া-মনমোহন, ভোটের পর 'ভিক্টোরিয়া' ভূলে থাকবেন কি মমতাও
অপরদিকে, মোদীর সভা উপলক্ষে চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশে তৈরি হচ্ছে আরও ২টি মঞ্চ। ইতিমধ্য়েই শুক্রবার সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্য়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শনিবার ফের সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে যাবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শোনানো হবে। এখানেই শেষ নয়, রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে জন জোয়ার আনতে ৩ টি ট্রেন ভাড়া করল বিজেপি। ৩ টি ট্রেন বিশেষ ট্রেনের জন্য ইতিমধ্যেই গেরুয়াশিবির আর্জি জানিয়েছে আইআরসিটিসি-কে। তিনটির মধ্যে আলিপুরদুয়ার মালদহ এবং অন্যটি উত্তরদিনাজপুরের হরিশচন্দ্রপুর থেকে।