বাঁকুড়া, মেদিনীপুর, শান্তিনিকেতনের পর ভোটের আগে ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতারা যতবারই বাংলায় এসেছেন, ততবারই কৃষক কিংবা দলিত অথবা বাউল পরিবারে গিয়ে তাঁরা তাঁদের মধ্যাহ্নভোজন সেরেছেন। এবারের সফরের তার কোনও বদল হচ্ছে না। শুক্রবার রাতে কলকাতায় আসছেন। তারপর পরের দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।
আরও পড়ুন-সৌমিত্রর 'যৌনকর্মী' মন্তব্য, বিজেপি নেতাকে পাল্টা কী জবাব অভিনেত্রী সায়নীর
শুক্রবার রাতে এসে শনিবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে অমিত শাহের। এই অবস্থায় নদিয়ার ইস্কন মন্দির দর্শন করবেন তিনি। যোগ দেবেন একটি আলোচনা সভায়। এছাড়াও হেলিকপ্টারে বনগাঁয় ঠাকুরনগর ময়দানে সভা করবেন তিনি। সেখানে বিজেপির টার্গেট মতুয়া ভোট ব্যাঙ্ক। মতুয়াদের সঙ্গেও আলোচনায় যোগ দেবেন অমিত শাহ। শনিবার ডুমুরজোলায় সভা করার পর, উলুবেড়িয়ায় রোড শো করার কথা ছিল তাঁর। সেখানে মধ্যাহ্নভোজনের কথাও ছিল।
আরও পড়ুন-বিধায়ক পদ ছাড়ার পর তৃণমূলের সঙ্গেও সম্পর্ক শেষ, অমিত সফরের আগে কী ইঙ্গিত রাজীবের
কিন্তু সফরের আগের দিনই বাতিল হয় উলুবেড়িয়ার রোড শো। শনিবার হাওড়ায় বেলুড়ে এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলুড়ের লালুবাবু সায়র রোডের বাসিন্দা অম্বিকা জুটমিলের প্রাক্তন শ্রমিক অমর মুখোপাধ্য়ায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন সাহ। এবারের সফরে অমিত শাহর, ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।