আজ মমতার গড়ে 'দুয়ারে দুয়ারে' শাহ, জানুন কী কী দিয়ে মধ্য়াহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী

  •  রাত পেরোলেই রাজ্যে চতুর্থ দফার ভোট 
  • তার আগে আজ 'মমতার গড়ে' অমিত শাহ 
  • এদিন প্রবীণ কর্মীর বাড়িতে ভোজ সারবেন শাহ 
  •  শাহ-র মধ্যাহ্নভোজে রয়েছে একাধিক সুস্বাদু পদ 


 রাত পেরোলেই রাজ্যে চতুর্থ দফার ভোট।  চতুর্থ  দফার  নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শেষ রাজ্যে। শুক্রবার  পঞ্চম দফা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহ-র রাজ্যে জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। 

আরও পড়ুন, 'কেন্দ্রীয়বাহিনীকে ঘিরতে' বলে কমিশনের নোটিশ পেলেন মমতা, কারণ দর্শাতে হবে ২৪ ঘন্টার মধ্য়েই  

Latest Videos

 

 

রাজ্য বিজেপি সূত্রের খবর,  এদিন শাহ-র কলকাতায় দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন রয়েছে। এরপর সম্মেলন সেরে দুপুর ২টায় ভবানীপুরে দুয়ারে দুয়ারে প্রচার কার্য চালাবেন শাহ। তবে এরই মাঝে বিজেপির এক প্রবীণ কর্মীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। এদিন শাহ-র মধ্যাহ্নভোজে রয়েছে - রুটি-ভাত, বেগুন ভাজা-কুমড়ো ভাজা, ঢ্য়াড়শ-পটলের সবজি, ধোঁকার ডালনা-ছানার ডালনা, আমের চাটনি, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই। এরপর মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৪টায়  জগদ্দলে রোড শো করবেন শাহ। তারপর সেখান থেকে সোজা ফিরবেন উত্তর ২৪ পরগণার   মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে রোড শো সন্ধ্যা ৬টায় রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

 

আরও পড়ুন, ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তাল চেতলা, হামলায় আক্রান্ত BJP প্রার্থী রুদ্রনীল, কাঠগড়ায় ফিরহাদ 

 

 

 অপরদিকে, একই দিনে রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  এদিন তার ৩ টি রোড শো রয়েছে।  বাগুইহাটি ভিআইপি-সাতগাছিয়া যশোর রোড,রাজারহাট-গোপালপুর, চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ রথতলা এবং বর্ধমানে রোড শো করবেন জেপি নাড্ডা।
 

Share this article
click me!

Latest Videos

'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
মধ্যরাতে বিধ্বংসী আগুন Basirhat-এ! লক্ষাধিক টাকার ক্ষতি, ব্যবসায়ীর দিশাহারা অবস্থা, দেখুন
Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন Suvendu Adhikari