অসম হয়ে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ একাধিক কর্মসূচিতে যোগ শাহের

Published : Feb 11, 2021, 07:58 AM IST
অসম হয়ে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ একাধিক কর্মসূচিতে যোগ শাহের

সংক্ষিপ্ত

১১ ই ফেব্রুয়ারি বঙ্গে আসছে অমিত শাহ একাধিক কর্মসূচিতে দেবেন যোগ সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন তালিকা রথযাত্রায় সামিল এবার শাহ

অমিত শাহের লক্ষ্যে এবার মাতুয়া সম্প্রদায়। বঙ্গে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০ ও ৩১ জানুযারি। সেই সফর বাতিল হওয়ার পর আর বাংলায় আসা হয়নি শাহের। ভার্চ্যুয়ালি সভায় যোগ দিলেও, এবার নিজেই উপস্থিত থেকে কথা বলবেন অমিতা শাহ। অসম সফর হয়ে বাংলার সূচীতে যোগ দিতে ১১ ফেব্রুয়ারি আজ বাংলায় আসছেন অমিত শাহ। রয়েছে একাধিক পরিকল্পনা। সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানালেন তিনি নিজেই। 

আরও পড়ুন- ভর সন্ধ্য়ায় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ১, ভোটের আগে দুষ্কৃতী-আতঙ্ক

এই সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বুধবার রাতেই। বৃহস্পতিবার সকালে জিসিপিএ- নেতা অনন্ত রায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোচবিহারে আসবেন শাহ। বাংলার পাশাপাাশি অসমের ভোট নিয়েও চলছে তোরজোর। সেই সুবাদেই রাজবংশীয় অনন্ত রায়ের সঙ্গে সাক্ষাৎ। যার এক বড় প্রভাব রয়েছে কোচবিহারে। তাই কোচবিহারের প্রবেশের আগেই এই নিয়ে বৈঠক সারবেন শাহ অসমেই। 

 

 

এরপরই শুরু বাংলা সফর। আজকের সূচীতে রয়েছে- 

  • সকাল ১১ টা ১০ নাগাত শাহ পৌঁচ্ছে যাবেন কোচবিহারের মদন মোহন মন্দির পরিদর্শণে
  • ১১ টা ৩০মিনিটে কোচবিহার থেকে শুরু হবে পরিবর্তমণ যাত্রা 
  • বিকেল ৩ টে ২০ নাগাত ঠাকুরনগরের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির পরিদর্শণ 
  • ৩ টে ৪৫ মিনিটে জনসভা করবেন শাহ ঠাকুরবাড়ি ময়দানে
  • সন্ধ্যা ৬ টায় জয়দ্বনি, সোশ্যাল মিডিয়ায় স্বেেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন শাহ, সায়েন্সসিটি অডিটোরিয়াম কলকাতা

এদিন বাংলার জমি পাকা করার লক্ষ্যে ও ভোটের আগে আরও একবার কেন্দ্রের প্রস্তাবিত আই সিএএ নিয়ে মুখ খুলবেন শাহ। ফলে দিনভর বৃহস্পতিবার বাংলায় বিজেপি শিবিরের ব্যস্ততা তুঙ্গে। 

PREV
click me!

Recommended Stories

বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?
Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের