বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে কঠোর হবে সরকার, কর্মিসভায় রীতিমত কড়া বার্তা অমিত শাহর

  • রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা 
  • বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে বার্তা 
  • কামারহাটির কর্মিসভায় বার্তা 
  • দলীয় কর্মীদের বার্তা দিলেন অমিত শাহ
     

পঞ্চম দফার আগে দক্ষিণবঙ্গের কঠিন আসনগুলিতে পদ্ম পতাকা ওড়াতে মরিয়া প্রয়াস চালাচ্ছে বিজেপি। রবিবার ছুটির দিনে নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভোট প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় কামারহাটির কর্মিসভায় মূল বক্তা ছিলেন তিনি। আর সেই কর্মিসভা থেকে অমিত শাহ আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জল্পনা। এদিন অমিত শাহ আরও একবার বলেন বাংলার ভূমিপুত্রই হবেই পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী। আরও একবার এই মন্তব্য করে অমিত শাহ মুখ্যমন্ত্রীর বহিরাগত ইস্যুর জবাব দিলেন বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

গলায় কালো ওড়না আর হাতে মোমবাতি, শীতলকুচির প্রতিবাদে বর্ধমানের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ...

Latest Videos

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় বলছেন, বহিরাগতরা বাংলা শাসন করতে পারবে না। মুখ্যমন্ত্রী বিশেষ করে বলেন গুজরাতিদের এই রাজ্য শাসন করতে দেওয়া হবে না। এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে নিশানা করেন নরেন্দ্র মোদী ও অমিত শাহকে। কিন্তু এদিনও কর্মিসভায় অমিত শাহ স্পষ্ট করে জানিয়ে দেন বিজেপি ক্ষমতায় এলে ভূমিপুত্রই হবে বাংলার মুখ্যমন্ত্রী। 

এদিন কর্মিসভায় বৈঠকে অমিত শাহ বলেন এখনও পর্যন্ত এই রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় তাহেল তাহলে অবিলম্বে বন্ধ করা হবে রাজনৈতিক সন্ত্রাস। বিজেপি ক্ষমতায় থাকাকালীন কোনও তৃণমূল কংগ্রেস কর্মীও যদি খুন হন তবে তৎক্ষনাত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার করা হবে অভিযুক্তদের। 

ষষ্ঠ দফায় ভোট, তার আগেই 'অস্ত্রাগার' ভাটপাড়ায় উদ্ধার প্রচুর গুলি ও বোমা ...

এদিন উত্তর ২৪ পরগানর বসিরহাটের  জনসভা থেকেই অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, তিনি বলেন মুখ্যমন্ত্রী বারবার তাঁর পদত্যাগের দাবি করছেন। কিন্তু মানুষ যখন তাঁকে চাইবে না তখনই তিনি পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি বলেন 'দিদির বিদায়ের সময় এসে গেছে। ১০ বছর তিনি শাসন করছেন। তাঁকে বড় বিদায় দেওয়া হবে। ২০০ আসন পেয়ে ক্ষমতা দখল করবে বিজেপি।' অমিত শাহ আরও বলেন মোদীজি মানুষের কথা ভাবেন আর দিদি শুধুই নিজের ভাইপোর কথা ভাবেন। একই সঙ্গে অমিত শাহ এদিন বলেন শীতলকুচির ঘটনার খুবই দুঃখজনক। 

শীতকুচিতে পঞ্চম ব্যক্তির মৃত্যু নিয়ে চুপ কেন মমতা, ভোটের রাজনীতি করছেন বললেন অমিত শাহ ...


 

Share this article
click me!

Latest Videos

ফর্মুলা রেডি, PM Modi এমন টাইট দেবে Bangladesh ছেড়ে পালাবে ইউনূস : শুভেন্দু | Suvendu Adhikari
বাড়ির মধ্যেই বাঙ্কার! পুলিশ গিয়ে খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১ মহিলা | Burdwan News | Memari News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
Mamata Banerjee Live: অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
লুকিয়ে আছে জঙ্গলে, যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে বাঘ! Tiger spotted in Kultali | Bangla News