'পিসিকে না শেষ পর্যন্ত পদত্যাগ সংগ্রহ দপ্তর খুলতে হয়', মোক্ষম সময়ে মমতাকে খোঁচা মালব্যর

Published : Dec 18, 2020, 01:49 PM ISTUpdated : Dec 19, 2020, 10:55 AM IST
'পিসিকে না শেষ পর্যন্ত পদত্যাগ সংগ্রহ দপ্তর খুলতে হয়', মোক্ষম সময়ে মমতাকে খোঁচা মালব্যর

সংক্ষিপ্ত

তৃণমূলের ভাঙণে মমতাকে খোঁচা দিলেন অমিত মালব্য  'তৃনমুল বিধায়কদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগেছে'  বাইরে সদলবলে তৃণমূলের ভাঙণের অপেক্ষায় বিজেপি  উসকে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য 


তৃণমূলের ভাঙণে মমতাকে খোঁচা দিলেন অমিত মালব্য। একেই 'গেল গেল রব' উঠেছে তৃণমূলের অন্দরেই। বাইরে সদলবলে তৃণমূলের সরকারের ভাঙণের অপেক্ষায় বিজেপি। ঠিক এমন সময়ই ঢিমে আঁচে হাওয়া দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

 

 


বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন,' যে হারে তৃণমূল বিধায়কদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগেছে, পিসিকে না শেষ পর্যন্ত পদত্যাগ সংগ্রহ দপ্তর খুলতে হয় তাঁর অফিসে।'প্রসঙ্গত  শুভেন্দুর ইস্তফা পত্র জমার পড়ার পর যে এত ইস্তফার লাইন লাগবে, তা বোধয় আশা করেননি স্বয়ং তৃণমূলের সুপ্রিমোও। এমন একসময় নুনের ছিঁটে পড়ল কি, মুশকি হেসে,' কে জানে' বলল বোধয় বিজেপি। 

 

 

উল্লেখ্য,শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর বৃহস্পতিবার বড় মুখ করে তৃণমূল ভবনে ঘোষণা করেছেন সুব্রত মুখোপাধ্যায়, যে যদি ১০ জন বিধায়কও যায় তাতে কিছুই যায় আসে না, তৃণমূলের। তবে এই কথাটা কথা সত্যি, তা ঝলক টের পাওয়া যাবে আগামিকালই শাহ সফরের দিনে। আর শনিবারই শুভেন্দু অধিকারীর সম্ভাব্য বিজেপিতে যোগদান করার দিন। চোখের সামনে এত বড় ধাক্কা নিতে পারবে তো তৃণমূল, প্রশ্ন উঠেছে রাজ্য-নীতিতে।

 

 


PREV
click me!

Recommended Stories

Today Live News: মাঘের শুরুতে জাঁকিয়ে শীত, জেনে নিন কতটা বদল হবে আবহাওয়া, রইল আপডেট
Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর