মোদীর ব্রিগেডের সমাবেশে আসতে মিঠুন। এই জল্পনাতেই শিরোণামে ডিস্কোড্যান্সার। মোদীর ব্রিগেড সমাবেশে এসে বিজেপির পতাকা তুলে নেবেন কিনা বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী, এ প্রশ্ন সবার মুখেমুখে। আর সেই জল্পনা আরও উসকে দিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
আরও পড়ুন, আজ ব্রিগেডে মোদী, প্রধানমন্ত্রী কোথায় কখন-জানুন সফরসূচি
শনিবার রাতে মিঠুন চক্রবর্তীর বেলগাছিয়ার বাড়িতে উপস্থিত হন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যরাত অবধি তাঁদের মধ্যে কথাবার্তা চলে। সবার মনে একটাই প্রশ্ন আসবেন তো মোদীর ব্রিগেড সমাবেশে এসে দলীয় পতাকা তুলে নেবেন কি বলিউড সুপারস্টার-'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। তবে এই প্রশ্নের উত্তর না দিয়েই জল্পনাকে উসকে কৈলাস বিজয়বর্গীয় টুইটে লেখেন, আজ বেলগাছিয়ায় শ্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর রাত অবধি কথা হয়েছে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং দরিদ্র মানুষের প্রতি তাঁর অবদানের কাহিনী শুনে আমার হৃদয় পরিপূর্ণ।' যদিও এতকিছু বলার পরেও মোদীর সভায় মিঠুনের উপস্থিতি নিয়ে নিশ্চিত ইঙ্গিত মেলেনি।উল্লেখ্য, তবে শুধু মিঠুনই নন, মোদীর সভায় আসতে পারেন অক্ষয়কুমারও।
অপরদিকে, রবিবার মোদীর ব্রিগেড-সমাবেশ ঘিরে উৎসাহ তুঙ্গে কলকাতায়। দলে দলে বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্য়েই কলকাতায় রওনা দিয়েছে। কেউবা আগে ভাগে এসেই শহরে উঠেছেন। এদিন দুপুরে বিমানে কলকাতায় পৌছে কপ্টারে ব্রিগেড যাবেন মোদী। বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া এই তিন জায়গা থেকে বড় মিছিল পৌছবে মোদীর ব্রিগেড সমাবেশে।