'দিদির রিমোট এখন অন্যের হাতে'-মমতাকে নিশানা মোদীর
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- 'আসল পরিবর্তন' নিয়ে ব্রিগেডে মোদীর বার্তা, ওদিকে শিলিগুড়িতে মহামিছিলে মমতা
Election Live Update- 'আসল পরিবর্তন' নিয়ে ব্রিগেডে মোদীর বার্তা, ওদিকে শিলিগুড়িতে মহামিছিলে মমতা

৭ মার্চ রবিবার বাংলার ময়দানে মুখোমুখি মমতা-মোদী। একদিকে যখন রাজ্য সফরে 'দিদি'র পাড়ায় ব্রিগেডে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী মোদী, ঠিক তখন শিলিগুড়িতে মহামিছিলে মমতা। সেই দিনই শিলিগুড়িতে তৃণমূলের মহিলা কর্মীদের একমিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। মোদীর সভায় থাকতে পারেন অক্ষয়কুমার, মিঠুন। রবিবার বেলা ১১ নাগাদ দিল্লি থেকে বিমানে রওনা দেবেন মোদী। দুপুর ১ টা ২০ মিনিটে কলকাতা পৌছবেন তিনি। সেখান থেকে ১ টা ২৫ মিনিটে কলাকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১ টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্য়াড ময়দানে। ইতিমধ্য়েই সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্য়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শোনানো হবে। রাজনৈতিক মহলের মতে, ৭ মার্চ রবিবার মোদীকে খোলা ময়দান ছেড়ে দিতে নারাজ মমতা। তাই ওই দিন কলকাতায় কর্মসূচি করে সরাসরি সঙ্ঘাতে না গিয়ে মোদীকেও পাল্টা জবাব দেওয়ার কর্মসূচির পরিকল্পনা নিয়েছেন মমতা। তৃণমূল সূত্রের খবর, সোমবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও কলকাতায় আরও এখটি মিছিল করা হবে।
'দিদির রিমোট এখন অন্যের হাতে'-মমতাকে নিশানা মোদীর
'উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হয়েছে'- মমতা
উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হয়েছে-উত্তরবঙ্গে মমতা
'তৃণমূলের খেলা শেষ'-মোদী
'তৃণমূল বলছে খেলা হবে, কোন খেলা বাকি রেখেছে, তৃণমূলের খেলা শেষ'-মোদী
আর নয় অন্যায়ের ডাক ব্রিগেডের সভামঞ্চ থেকে মোদীর
বাংলার মানুষ আজ নিপীড়িত-আর নয় অন্যায়ের ডাক ব্রিগেডের সভামঞ্চ থেকে মোদীর
বাংলা চায় শান্তি-পরিবর্তন, বাংলা কখনও পরিবর্তনের আশা ছাড়েনি-মোদী
বাংলা চায় শান্তি-পরিবর্তন, বাংলা কখনও পরিবর্তনের আশা ছাড়েনি-মোদী
আগামী ৫ বছর বাংলার উন্নয়ন দেশের জন্য জরুরি
আগামী ৫ বছর বাংলার উন্নয়ন দেশের জন্য জরুরি। আর সেই কারণেই এটা শুরু বিধানসভা নির্বাচন নয়। গোটা দেশের উন্নয়নের আধার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ৫ বছর বাংলার উন্নয়ন দেশের জন্য জরুরি
আগামী ৫ বছর বাংলার উন্নয়ন দেশের জন্য জরুরি। আর সেই কারণেই এটা শুরু বিধানসভা নির্বাচন নয়। গোটা দেশের উন্নয়নের আধার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেলও শিল্পীর উন্নয়ন নিয়ে মোদীর বার্তা
স্মার্ট সিটি-মেট্রো রেলের অগ্রসর ও-কলকাতা বিমানবন্দরের থমকে যাওয়া প্রকল্পের উন্নয়ন করা হবে-মোদী
'ভীড় দেখে মনে হচ্ছে যেন আজকেই ২রা মে'-মোদী
'ভীড় দেখে মনে হচ্ছে যেন আজকেই ২রা মে'-মোদী
মানুষ সোনার বাংলা চায়-আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুন-মোদী
মানুষ সোনার বাংলা চায়-আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুন- ব্রিগেডের সমাবেশে বললেন মোদী
দিদির উপর বিশ্বাস করেছিল মানুষ-বিশ্বাসভঙ্গ হয়েছে-মোদী
দিদির উপর বিশ্বাস করেছিল মানুষ-বিশ্বাসভঙ্গ হয়েছে-মোদী
মোদীর সভায় আসতে গিয়ে গুরুতর জখম ১৫ BJP কর্মী
নন্দীগ্রাম থেকে বাসে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় আসার পথে কোনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় জখম কমপক্ষে ১৫ জন বিজেপি কর্মী
'বাংলার মাটি আন্দোলেনর মাটি'- ব্রিগেডে মোদী
বাংলার মাটি আন্দোলেনর মাটি-অনেক মহান ব্যক্তিত্বদের জন্ম দিয়ে এই মাটি- ব্রিগেডে মোদী
'আজ রাস্তায় মানুষের ঢল নেমেছে', ব্রিগেডে মোদী
আজ রাস্তায় মানুষের ঢল নেমেছে-এমনটা আগে কখনও দেখিনি, ব্রিগেডে জানালেন মোদী
'কলকাতার ভাই ও বোনেদেরকে জানাই আমার প্রণাম'--মোদী
কলকাতার ভাই ও বোনেদেরকে জানাই আমার প্রণাম-ব্রিগেডের সভায় মোদী
মোদীকে উত্তরীয় পরালেন মিঠুন চক্রবর্তী
মোদীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মিঠুন চক্রবর্তী
'মানুষের টাকায় মানুষের কাজ হচ্ছে'- ব্রিগেডে বার্তা বাবুলের
'মানুষের টাকায় মানুষের কাজ হচ্ছে-আপনারা ঠিক পথে এগিয়ে যাচ্ছেন'- মোদীর মঞ্চে ওঠার আগে সংক্ষিপ্ত বার্তা বাবুলের
ব্রিগেড বয়কট
নরহরি মাহাতোকে প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয় বিজেপি সদস্যরা। আর সেই কারণেই দলের শীর্ষ নেতৃত্বকে বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ইভেন্ট ব্রিগেডের জনসভা বয়কট করল পুরুলিয়ার বিজেপির একাংশ। জেলা নেতৃত্বের দাবি অবিলম্বে প্রার্থী পদ থেকে সরিয়ে দিতে হবে ফরোয়ার্ড ব্লক থেকে দল বদল করে বিজেপিতে যোগ দেওয়া নরহরি মাহাতোকে। শীর্ষ নেতৃত্ব যদি এই পদক্ষেপ না নেয় তাহলে তাঁরা পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
শিলিগুড়িতে মমতার মিছিলে মিমি-নুসরত
শিলিগুড়িতে মমতার মিছিলে মিমি-নুসরত
'আর কোনও খেলা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না'- দেবশ্রী চৌধুরি
আর কোনও খেলা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না'- কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি