বাগবাজার অগ্নিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ, 'আগুন লাগানোর নেপথ্যে তৃণমূল', দাবি সায়ন্তনের

Published : Jan 14, 2021, 07:20 PM ISTUpdated : Jan 14, 2021, 07:24 PM IST
বাগবাজার অগ্নিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ, 'আগুন লাগানোর নেপথ্যে তৃণমূল', দাবি সায়ন্তনের

সংক্ষিপ্ত

বাগবাজার কাণ্ডে বিস্ফোরক দাবি দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন অগ্নিকাণ্ডের নেপত্যে কার হাত? সুজিত বসুকে কটাক্ষ সায়ন্তনের

গতকাল রাতে বাগবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। অগ্নিকাণ্ডের জেরে ভিটেছাড়া ঝুপড়ির বাসিন্দারা। বৃহস্পতিবার সেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এই অবস্থায় অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

আরও পড়ুন-২৪ ঘণ্টায় পরপর ৩ জনের মৃত্য়ু, বিশ্বকর্মার বাহনকে তুষ্ট করতে 'হাতিবুড়ির' পুজো

বর্তমানে জলপাইগুড়িতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাগবাজার অগ্নিকাণ্ড প্রসঙ্গ তুলে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, কলকাতায় পরপর যে সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলির প্রত্যেকটির পিছনে তৃণমূলের হাত রয়েছে। ইচ্ছে করেণই দমকলকে পাঠাতে দেরি করা হচ্ছে। বড়সড় ক্ষতির মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। পরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহাভূতি আদায়ের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-অভিষেকের গড়ে বিজেপির শক্তি প্রদর্শন, ১৮ জানুয়ারি রোড শো করবেন শোভন-বৈশাখী জুটি

শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলমন্ত্রী সুজিত বসুকেও আক্রমণ করেন সায়ন্তন বসু। তাঁকে সাইরন মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে, বুধবার বাগবাজারে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর