- বিজেপির নজর অভিষেকের গড়ে
- শক্তি প্রদর্শন নামছেন শোভন-বৈশাখী
- ওই এলাকায় রোড শো করবেন তাঁরা
- শোভনের কর্মসূচিতে কী বার্তা বিজেপির
১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে হামলার মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির কনভয় যাওয়ার পথে শিরাকোলে কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার নিন্দা ঘিরে এখনও সরগরম রাজ্য রাজনীতিতে। এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে মেগা রোড শো করতে চলেছেন শোভন-বৈশাখী জুটি।
বিজেপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে শীর্ষ নেতারা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই অভিষেককে তোলাবাজ ভাইপো বলে জোরদার আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে থেকেই রাজ্য বা কেন্দ্র সব বিজেপি নেতাদের গলাতেই অভিষেকের বিরুদ্ধে সুর চড়াতে শোনা গিয়েছে। এবার অভিষেককে বেকায়দায় ফেলতে প্রচার নামতে চলেছেন শোভন-বৈশাখী জুটি। আগামীন ১৮ জানুয়ারি ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে সভা করবেন তাঁরা।
আরও পড়ুন-'আমাদের টেনশন দেবেন না, পেনশন বন্ধ হয়ে যাবে', পুলিশকে হুমকি বিজেপি নেতা রাজুর
সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কেন্দ্রেই রোড শো করবেন শোভন চট্টোপাধ্য়ায় ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। মেগা রোড শো করার পর পদযাত্রা করতে পারেন তাঁরা। বিজেপিতে যোগদানের পর দীর্ঘ টালবাহানা হয়েছে। এই অবস্থায় গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত পদযাত্রা করেছিলেন কলকাতায় বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্য়ায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। এবার তাঁদের লক্ষ্য অভিষেকের গড় ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর। একুশের ভোটের আগে যা কিনা রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 14, 2021, 5:58 PM IST