২৪ ঘণ্টায় পরপর ৩ জনের মৃত্য়ু, বিশ্বকর্মার বাহনকে তুষ্ট করতে 'হাতিবুড়ির' পুজো
First Published Jan 14, 2021, 6:56 PM IST
হাতির আতঙ্ক অব্যাহত রয়েছে পশ্চিম মেদিনীপুরে। গত ২৪ ঘণ্টায় হাতির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ তিন জনের। ক্ষতিগ্রস্ত জমির ফসল। গ্রামে ঢুকছে তাণ্ডব চালাচ্ছে হাতির দল।

মকর সংক্রান্তিতেও হাতির আতঙ্ক পিছু ছাড়ছে না জঙ্গলমহলের বাসিন্দাদের। দিনে দিনে বাড়ছে হাতির হামলা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ তিন জনের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় দলছাড়া একটি হাতি তাণ্ডব চালাচ্ছে এলাকায়।

মাঠের ফসলের ক্ষতি করার পর, গ্রামে ঢুকে ব্যাপক ভাঙচুর ও গ্রামবাসীদের তাড়া করেছে দলছুট ওই হাতিটি। হাতির হামলা চন্দ্রকোনায় দুজন জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত জমির ফসল, ঘরবাড়ি। গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি পাশের আনন্দপুর থানার খড়িগেড়িয়া গ্রামে ঢুতে পড়ে। সেই সময় মাঠে কাজ করার সম. এক মহিলা হাতির হামলাতে মারা গিয়েছেন ৷
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন