'হাসির খোরাক হবেন-কোনও চিট ফান্ডের সঙ্গে আমার সম্পর্ক নেই', কুণালকে কটাক্ষ শোভনের


 চিট ফান্ড কাণ্ডে শোভনের বিরুদ্ধে গ্রেফতারের দাবি কুণালের
আইকোরের প্রয়াত কর্ণধারের সঙ্গে শোভনের ছবি দেখান কুণাল ঘোষ  
উল্লেখ্য, রোড শোয়ে কুণালের  নাম তুলে আক্রমণ করেন কুণালকে 
 'কুণাল ঘোষই তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে', পাল্টা শোভনের 

'কোনও চিট ফান্ডের একশো কিলোমিটারের মধ্য়ে আমার সম্পর্ক নেই', গ্রেফতারের দাবি তোলার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উত্তর দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। 'কুণাল ঘোষই তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে', পাল্টা অভিযোগ শোভনের।

আরও পড়ুন, 'অপসরণ নয়-ওনার তো বয়েস হয়েছে', ফিরহাদের মন্তব্যের পর রহস্যঘন 'শিশির'

Latest Videos

বিজেপি নেতা তথা  কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় বলেছেন, 'কোনও চিট ফান্ডের একশো কিলোমিটারের মধ্য়ে আমার সম্পর্ক নেই। কুণাল ঘোষ মিথ্যা বলে বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমার ব্যাক্তিগত-রাজনৈতিক-সামাজিক ক্ষেত্রে কখনই এই ধরণের অভিযোগ উঠেনি। আইকোরের সঙ্গেও যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন শোভন।
তবে আইকোরের প্রয়াত কর্ণধার অনুকূল মাইতির সঙ্গে শোভনের ছবি সাংবাদিক সম্মেলনে দেখান কুণাল ঘোষ। মূলত শোভন-বৈশাখার রোড শোয়ে জল গড়ায় কুণাল নিয়ে। রোড শোয়ে কুণালের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় রোড শো থেকে বলেছিলেন, আয়নার সামনে দাঁড়াক এবার তৃণমূল।  সরাসরি নাম তুলে আক্রমণ করেন কুণাল ঘোষকে। প্রশ্ন ছুড়ে দিলেন কে দোষী, রাজীব কুমার নাকি কুনাল ঘোষ।' 

আরও পড়ুন, Election Live Update-আজই রাজ্য়ে আসছেন উপ নির্বাচন কমিশনার, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ .

আর এরপরেই পাল্টা আক্রমণ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গতকাল শোভন আমার সম্পর্কে অনেক বড় বড় কথা বললেন। কিন্তু আগে উনি জবাব দিক, আইকোর চিটফান্ডের কীসের যোগাযোগ। যদিও  উত্তরে তিনি বলেন, উত্তম মঞ্চ এক সময় বিক্রি হয়েছিল। আইকোরকে বলেথছিলাম উত্তম মঞ্চ ভেঙে বহুতল করা যাবে না।  আইকোরের প্রতিনিধি হিসেবে তারাও ছিলেন। এখন কেউ নির্বাক চিত্র দেখিয়ে প্রমাণের চেষ্টা করলে হাসির খোরাক হবেন। তিনি আরও বলেন ও দলের এক এক নের্তৃত্বকে ফাঁসিয়েছে আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি রাজি হইনি'

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata