মমতার সঙ্গে দীর্ঘ ২২ মিনিটের সাক্ষাত, পায়ে হাত দিয়ে প্রণাম, তৃণমূলে ফিরছেন কি BJP-র ২ বিধায়ক

Published : Feb 08, 2021, 03:50 PM ISTUpdated : Feb 08, 2021, 04:02 PM IST
মমতার সঙ্গে দীর্ঘ ২২ মিনিটের সাক্ষাত, পায়ে হাত দিয়ে প্রণাম, তৃণমূলে ফিরছেন কি BJP-র ২ বিধায়ক

সংক্ষিপ্ত

মমতার সঙ্গে দীর্ঘ ২২ মিনিটের সাক্ষাত   পায়ে হাত দিয়ে প্রণাম করেন বঁনগার বিধায়ক  জল্পনা শুরু হয় দুই বিধায়কের তৃণমূলে ফেরা নিয়ে  যদিও দলবদলের কথা এড়িয়ে যান দুই বিধায়ক


ভোটের মুখে শেষে কি উলটপূরাণ। সোমবার বিধানসভায় মমতার সঙ্গে বিজেপির দুই বিধায়ক সাক্ষাত করতেই জল্পনার জল গড়াল অনেকদূর। একসময় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সুনীল সিং এবং বিশ্বজিত দাসের ফের ঘরের ফেরার কথা অঘোষিত হলেও এইমুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য-রাজনীতিতে। তাই প্রশ্ন উঠেছে বিজেপির এই বিধায়কদ্বয় তাহলে কি আবার তৃণমূলে ফিরতে চলেছেন।

আরও পড়ুন, 'আমি চাই ভাগচাষিরাও টাকা পাক,কিষাণ নিধিতে যুক্ত হোক', মোদীর তোপের পর পাল্টা দাবি মমতার  

 

 

সূত্রের খবর, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকার পর তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বঁনগার বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রায় ২২ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তাঁরা।  এরপরেই খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিককে নিজের ঘরে ডেকে নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরেই জল্পনা শুরু হয় বিজেপির দুই বিধায়কের তৃণমূলে ফেরা নিয়ে।

 

আরও পড়ুন, 'কৃষকদের প্রকল্প নিয়েও রাজনীতি বাংলায়', কৃষি আইনের পক্ষে সওয়াল মোদীর  

 

 

যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দলবদলের কথা এড়িয়ে যান সুনীল সিং এবং বিশ্বজিত দাস। তাঁদের দাবি, বিধানসভা এলাকায় কাজ বাকি রয়েছে। সেই উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। বিশ্বজিৎ দাশ জানিয়েছেন, ৯৬ লক্ষ টাকা পড়ে রয়েছে। আমি সম্প্রতি আরও ১ কোটি ৮০ লাখ টাকা দিয়েছি। টাকা গুলো কাজ করছে না, এটা বলতেই দিদির কাছে এসেছিলাম। তবে দুই বিধায়ক মুখে যাই বলুক, মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে ভিক্ট্রি সাইন দেখানোয় ভোটের আগে পারদ চড়ল অনেকটাই তা আর বলার অপেক্ষা রাখে না। 'ভয়ঙ্কর খেলা হবে', শেষে  অনুব্রতের কথা সত্যি হবে কি না, গুঞ্জন রাজনৈতিক মহলে।

 

PREV
click me!

Recommended Stories

মমতা বন্দ্যোপাধ্যায়কে কি SIR ফর্ম ফিলআপ করেনি? সত্যি কথা জানিয়ে দিলেন অমিত
২০২৬ সালে স্কুলগুলিতে ছুটির লম্বা তালিকা, নতুন বছরের আগেই ঘোষণা WBBSE