ভোটের সকালেই BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, 'খুন'-র অভিযোগ বীরভূমবাসীর

 

  • ফের বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার 
  • 'বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন', দাবি বিজেপির
  • গাছের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ 
  • মৃতের গলায় গামছার ফাঁস ছিল বলে জানা গিয়েছে 

ফের বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে। এই ঘটনায় পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করে নিয়ে যায়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, শাসক দলের লোকজন ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে দলীয় কর্মীকে।

 

Latest Videos

আরও পড়ুন, তারকেশ্বরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 

 

ঘটনাটি ঘটেছে দুবরাজপুর বিধানসভার লোবা অঞ্চলের ফকিরবেড়া গ্রামে। বছর সায়ত্রিশের মৃত ব্যক্তির নাম পতিহার ডোম। মঙ্গলবার সকালে গ্রামের একটি পুকুরপাড়ে গাছের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছার ফাঁস ছিল বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল যে কায়দায় খুনের রাজনীতি করছে এখানেও সেই কায়দায় দলীয় কর্মীকে খুন করা হয়েছে। বিজেপির দুবরাজপুর (এ) মণ্ডলের সভাপতি সাধন ধিবর বলেছেন,'সোমবার রাতে ফোনে দলীয় কর্মীকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর আর সে ফেরেনি। এদিন সকালে পুলিশ মৃতদেহ উদ্ধারের আগেই দলীয় কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। তাকে জোর করে মিথ্যা কথা লিখিয়ে নিয়ে আটকে রেখেছে। তারই প্রতিবাদে আমরা মৃতদেহ আটকে রেখেছি। আমাদের দাবি অবিলম্বে মৃত দলীয় কর্মীর স্ত্রীকে আমাদের সামনে আনতে হবে। মিথ্যা মামলা সাজিয়ে বুথ সভাপতিকে আটকে রাখা চলবে না।'

 

আরও পড়ুন, ভোটের আগের রাতে BJP-র কর্মীর মাকে খুন, কাঠগড়ায় তৃণমূল 

 
তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'দুলাল বলে বিজেপিরই এক কর্মী ওকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। মৃত ব্যক্তির স্ত্রী পুলিশকে সেই কথা জানিয়েছে। তারপরেই পুলিশ দুলালকে আটক করেছে। এসব ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এখন বাজার গরম করার চেষ্টা করছে।'

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari