'আপনারা চলে গেলে ওদের সন্ত্রাসে থাকতে পারব না', নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দল

Published : May 09, 2021, 07:53 AM ISTUpdated : Jun 01, 2021, 12:58 PM IST
'আপনারা চলে গেলে ওদের সন্ত্রাসে থাকতে পারব না', নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দল

সংক্ষিপ্ত

  ভোটের পরেও হিংসা এবং গোন্ডগোল অব্যাহত নন্দীগ্রামে সেই কারনেই নন্দীগ্রামে আসেন   কেন্দ্রীয় প্রতিনিধি দল   আপনারা চলে গেলে ওদের সন্ত্রাসে থাকতে পারব না  'মিছিলেও যাই না, তবু আমরাও বিপদে', জানাল বাসিন্দারা   


 নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দল। ভোট পরবর্তী হিংসা ও গন্ডগোলের কারণ খতিয়ে দেখতে  শনিবার নন্দীগ্রামের হরিপুরে কপ্টারে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর একটি দল। ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন। এর পরে প্রতিনিধি দলটি নন্দীগ্রামর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন, 'BJP করার শাস্তি- ভারী রডের আঘাত', তাণ্ডবলীলা একাধিক জেলায়, রিপোর্ট করতে আসছে কেন্দ্রীয় দল 

 


নন্দীগ্রামে ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরেও হিংসা এবং গোন্ডগোল অব্যাহত রয়েছে। সেই কারনেই  কেন্দ্রীয় প্রতিনিধি দল নন্দীগ্রামে আসেন।নন্দীগ্রামবাসি বিবেকানন্দ সাউ কাঁদতে কাঁদতে বলেন,' আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি, আপনারা চলে গেলে ওদের সন্ত্রাসের ভয়ে আমরা থাকতে পারব না। কোথায় যাব পরিবার নিয়ে, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। বাসিন্দা প্রতিমা সাউ বলেন আমাদের সবকিছু লুট করে নিয়ে চলে গিয়েছে, চালের বস্তা তুলে নিয়ে চলে গিয়েছে ঘরে ঢুকে সবকিছু ভাঙচুর করেছে, কয়েকজন দুষ্কৃতী আচমকাই আমাদের ওপর হামলা করে বলে তোমরা সব বিজেপি করো, বলার পরই ঘরে ঢুকে মারধর করে ভাঙচুর চালায়, আমি কখনও রাজনীতি করিনি, মিটিং মিছিলেও যাই না, তবু আমরাও বিপদে।' 

আরও পড়ুন, ' ফলপ্রকাশের পরেই বাংলার নারীদের উপর চরম অত্যাচার', রাজ্যপালকে চিঠি BJP মহিলা মোর্চার 

 

 

কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে হাউহাউ করে কাঁদতে দেখা গেল নন্দীগ্রামের মানুষকে। কারণ ভোট পরবর্তী হিংসার প্রভাব, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয় পেয়েছে, মমতা ব্যানার্জীকে হারিয়ে, তবু সেই মমতাই আবার মুখ্যমন্ত্রী, তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামের মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়। যে কারনে কেন্দ্রীয় প্রতিনিধি দল নন্দীগ্রামে সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণ করে মানুষের সঙ্গে কথা বলে গেলেন। পাশপাশি ভোট গণনার পরের দিনই শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্য্যালয় ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেওয়া হয় । সেই কার্যালয় ঘুরে দেখলেন কেন্দ্রীয় দল।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের