'অর্মত্য সেনকে সম্মান করি, তবে উনি যেন নির্দিষ্ট মতাদর্শের মুখপাত্র না হন', প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

Published : Dec 26, 2020, 11:09 PM IST
'অর্মত্য সেনকে সম্মান করি, তবে উনি যেন নির্দিষ্ট মতাদর্শের মুখপাত্র না হন', প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

সংক্ষিপ্ত

জমি নিয়ে অর্মত্য সেনের সঙ্গে বিতর্ক বিশ্বভারতীর সঙ্গে বিতর্কে অর্মত্য সেন এই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ অর্মত্য সেনের পরিবারে রাজনৈতিক রং

নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের বাড়ি জমি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি জবরদখল করে রাখার অভিযোগ তুলেছে বিশ্বভারতী। এই অবস্থায় নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দিয়ে অর্মত্য সেনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিশ্বভারতীর আচরনে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার নোবেলজয়ী পাশে থাকার বার্তা দিয়েছেন সুশীল সমাজ। রাজ্যের মন্ত্রী তথা ব্রাত্য বসুর ডাকে বিশ্বভারতীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন বিদ্বজনেরা।

আরও পড়ুন-হেস্টিংসে দলত্যাগী বিধায়কের গাড়িতে 'হামলা', এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সুনীল মণ্ডল

বেশ কয়েকদিন ধরা অর্মত্য সেনের পরিবারের জমি নিয়ে বির্তকের মধ্যে তাঁর নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ''আমরা ওনার থেকে কিছু আশা করি না। আমরা ওনাকে খুব সম্মান করি। গোটা দেশ তাঁর জন্য গর্ব করে। তিনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হয়ে ওঠেন''। মন্তব্য দিলীপ ঘোষের।

আরও পড়ুন-ভোটের আগে নৃশংস রাজনৈতিক হিংসা, বিজেপিকর্মীর চোখ খুবলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসঙ্গত, শান্তিনিকেতনে ১৩৮ ডেসিমেল জমির উপর, প্রতিচী নামে একটি বাড়ি তৈরি করেছিলেন অর্মত্য সেনের দাদু, বিখ্যাত শিক্ষাবীদ ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথের আমলেই সেই বাড়ি তৈরি হয়েছিল। বর্তমানে ওই জায়গা বিশ্বভারতীর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এরপরই, সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!