মোদীর ছবি সরানো নির্দেশ দিল কমিশন, তৃণমূলের অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ

  •  কমিশনে মোদীর ছবি নিয়ে অভিযোগ করেন ফিরহাদ 
  • 'কেন মোদীর ছবি ভ্য়াকসিনের সার্টিফিকেটে থাকবে'
  • 'সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি'
  •   কমিশনে তৃণমূলের অভিযোগ পেতেই সরছে মোদীর ছবি 

Asianet News Bangla | Published : Mar 4, 2021 3:31 AM IST / Updated: Mar 04 2021, 09:03 AM IST

 কমিশনে তৃণমূলের অভিযোগে সরছে মোদীর ছবি। আগামী ৭২ ঘন্টার মধ্য়ে রাজ্যের সকল পেট্রোল পাম্প থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের দিন প্রকাশ হওয়ার পর মোদীর ওই ছবি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলে চিঠি নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। এরপরেই মোদীর ছবি
সরানোর নির্দেশ দেয় কমিশন।

আরও পড়ুন, 'TMC-BJP কেই খুশি করতে চান উনি', জোট ইস্যুতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতাকে নিয়ে বিস্ফোরক অধীর 

 

 

প্রসঙ্গত, বুধবার ডালহৌসির নির্বাচনের কমিশনের অফিসে গিয়ে ফিরহাদ বলেছেন, 'আমাদের প্রথম অভিযোগ -কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ভ্য়াকসিনের সার্টিফিকেটে থাকবে। ভোটের আগে যখন তিনি ক্যাম্পেন করছেন, তখন তাঁর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি বহু পেট্রোল পাম্পেও মোদীর ছবি রয়েছে। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও নানা কৌশলে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি।' পুরো বিষয়টির উপর অভিযোগ এনে নির্বাচন কমিশনের অফিসে জানিয়েছেন ফিরহাদ।

আরও পড়ুন, জিতেন্দ্রর BJP যোগে গোবরজলে দলীয় কার্যালয় শুদ্ধ করল তৃণমূল, 'জিতেন' নিয়ে কড়া বার্তা দিলীপেরও 

 

 

বুধবার তৃণমূলের এই অভিযোগ পেতেই নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর ছবি ব্যবহার করে পেট্রোল পাম্পে বিজ্ঞাপন আদর্শ আচরণ বিধি বিরোধী। কারণ অনেকেই দাবি তুলেছে, প্রধানমন্ত্রী শুধু লোকসভা নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনের প্রচারের অংশ। তাই হোর্ডিং থেকে মোদীর মুখ সরানো অবিলম্বে দরকার। ভোটের নির্ঘন্ট প্রকাশের পর  প্রথম এমন পদক্ষেপে গেরুয়া শিবিরে প্রভাব পড়ল বলে চাপান উতোর রাজনৈতিক মহলে।


 

Share this article
click me!