শুভেন্দু বনাম মমতা, ২ হেভিওয়েটের লড়াই কি হচ্ছে একুশের নির্বাচনে, অপেক্ষায় নন্দীগ্রাম

  • খবরের শিরোণামে বারবার ফিরছে নন্দীগ্রাম 
  • নামটার সঙ্গেই জড়িয়ে শুভেন্দু এবং মমতা  
  • নন্দীগ্রাম থেকে মমতার প্রার্থী হওয়া নিশ্চিত 
  • তাই তৃনমূলের কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত 
     

Asianet News Bangla | Published : Mar 5, 2021 5:34 AM IST / Updated: Mar 05 2021, 11:06 AM IST


খবরের শিরোণামে  বারবার ফিরছে নন্দীগ্রাম। আর নামটার সঙ্গেই ভোট যুদ্ধে জড়িয়ে শুভেন্দু এবং মমতা। তবে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃনমূলের প্রার্থী হওয়া নিশ্চিত হলেও প্রার্থী নিয়ে এখনও কিছু নাম ঘোষণা করেনি বিজেপি। তবে কী ন্নদীগ্রামের দাঁড়াবেন শুভেন্দু, উত্তরের অপেক্ষায়  নন্দীগ্রাম সহ সারা বাংলা।

আরও পড়ুন, 'এত দিন কী ঘুমাচ্ছিল-তৃণমূলে যেতেই তদন্তে নামল NIA', খুনের মামলায় ছত্রধরের আজ হাইকোর্টে শুনানি 

 

 

 বাংলার ভোট যুদ্ধ শুরু হচ্ছে ২৭ ই মার্চ,আর দ্বিতীয় দফায় ১লা এপ্রিল  ভোট রয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম আবার খবরের শিরোনামে।মমতা বন্দ্য়োপাধ্যায় নন্দীগ্রাম থেকে তৃনমূলের প্রার্থী হচ্ছেন  একপ্রকার নিশ্চিত।ইতিমধ্যে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে,নন্দীগামের তিনটি জায়গায় তৃনমূল তৈরি করছে  বিশেষ কার্যালয়।মুখ্যমন্ত্রী প্রার্থী, তাই প্রস্তুতিতেও তৃনমূল কর্মীরা তৎপর।নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে ১১ ই মার্চ মমতা বন্দ্য়োপাধ্যায় মনোনয়নপত্র জমা দেবেন।নন্দীগ্রামের তৃনমূলের কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত। পাশাপাশি পিছিয়ে নেই বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা কনিষ্ক পন্ডা সহ কর্মী সমর্থকরা দেওয়াল লিখন শুরু করলেও নামের জায়গাটা ফাঁকাই রয়েছে। 

আরও পড়ুন, রবিবার বাংলার ময়দানে মুখোমুখি ২, মোদীর ব্রিগেডের দিনেই শিলিগুড়িতে মহামিছিলে মমতা  

 

 

মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে,  এখন কোনও সঠিক তথ্য পাওয়া না গেলেও সূত্রে পাওয়া খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী নিজেই বিজেপি নেতৃত্বের কাছে  নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।শুভেন্দুর ইচ্ছেকে বিজেপি নেতৃত্ব যদি  সায় দেয় তাহলে আসন্ন বিধানসভায় সবার চোখ থাকবে নন্দীগ্রামে।দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের রণনীতির  সাক্ষী থাকবে  নন্দীগ্রাম।

আরও পড়ুন, রবিবার বাংলার ময়দানে মুখোমুখি ২, মোদীর ব্রিগেডের দিনেই শিলিগুড়িতে মহামিছিলে মমতা 

 

Share this article
click me!