রবিবার বাংলার ময়দানে মুখোমুখি মমতা-মোদী   'দিদি'র পাড়ায় ব্রিগেডে সমাবেশ করবেন  মোদী  ঠিক তখন উত্তরবঙ্গে পাড়ি দেবেন তৃণমূল সুপ্রিমো  মোদীকে খোলা ময়দান ছেড়ে দিতে নারাজ মমতা 

৭ মার্চ রবিবার বাংলার ময়দানে মুখোমুখি মমতা-মোদী। একদিকে যখন রাজ্য সফরে 'দিদি'র পাড়ায় ব্রিগেডে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী মোদী, ঠিক তখন উত্তরবঙ্গে পাড়ি দেবেন মমতা। সেই দিনই শিলিগুড়িতে তৃণমূলের মহিলা কর্মীদের একমিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, BJPর প্রার্থীতালিকা চূড়ান্ত করতে আজই বৈঠক দিল্লিতে, রাজধানী পাড়ি দিলেন দিলীপ-শুভেন্দু সহ ১৬ 

রাজ্যে ভোটের দিন ঘোষণা করার পর এই প্রথমে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। ৭ মার্চ রবিবার মোদী বাংলার বুকে এসে মমতাকে নিশানা করলে, আগাম নিজের রাজনৈতিক কর্মসূচিকে হাতিয়ার করে রাখছেন মমতা। জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে ওই মিছিল হবে। তবে মিছিলের রুট এখনও ঠিক হয়নি। শিলিগুড়ির তৃণমূল নের্তৃত্ব জানিয়েছে, মমতার মিছিল হবে বলে তাঁরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে শুরু করেছেন। তৃণমূল সুপ্রিমো যা নির্দেশ দেবেন, সেভাবেই মিছিল পরিচালনা করবে শিলিগুড়ির ঘাসফুল শিবির।

Scroll to load tweet…

আরও পড়ুন, মোদীর ছবি সরানো নির্দেশ দিল কমিশন, তৃণমূলের অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ 

রাজনৈতিক মহলের মতে, ৭ মার্চ রবিবার মোদীকে খোলা ময়দান ছেড়ে দিতে নারাজ মমতা। তাই ওই দিন কলকাতায় কর্মসূচি করে সরাসরি সঙ্ঘাতে না গিয়ে মোদীকেও পাল্টা জবাব দেওয়ার কর্মসূচির পরিকল্পনা নিয়েছেন মমতা। তৃণমূল সূত্রের খবর, সোমবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেও কলকাতায় আরও এখটি মিছিল করা হবে। আর এদিকে মমতাকে তোপ দেগে এক বিজেপি নেতা বলেছেন, দিদি যতো ইচ্ছে মিছিল করুন, কিন্তু মোদীজির আক্রমণের জবাব তাঁর কাছে নেই। তাই সেই দিনই কলকাতা ছেড়ে শিলিগুড়ি চলে যাচ্ছেন।