আসানসোলের অগ্নিমিত্রা কি ঘরের মেয়ে হিসেবে দখল নেবেন আসানসোল দক্ষিণ বিধানসভার?

  • ২০১৯ সালের গোড়ার দিকে অগ্নিমিত্রা বিজেপিতে যোগ দেন
  • বিজেপিতে যোগ দেবার পর অগ্নিমিত্রা বারবার সংবাদে জায়গা করে নিয়েছেন
  • আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
  • বাম জমানায় অগ্নিমিত্রার সঙ্গে শাসক দলের চাপা ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়

তাপস দাস, প্রতিনিধি-  ঘরের মেয়েকেই যদি ভোট দেবার প্রসঙ্গ ওঠে, তাহলে কেনই বা পিছিয়ে থাকবেন এই নিজের কাজের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না তথা এক সময়ের ডাকসাইটে সুন্দরী! আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (নাকি প?) বহিরাগত নন। এ যেমন তাঁর জন্মস্থান, তেমনই বিজেপির ঘরও বটে। ঘর বা গড়। আসানসোলেরই তো সাংসদ বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন- দুই অর্থমন্ত্রী রাজ্যকে দিয়েছে খড়দহ বিধানসভা, এবার কোন দিকে কলকাতা লাগোয়া এই শহরতলি 

Latest Videos

বাম জমানায় অগ্নিমিত্রার সঙ্গে শাসক দলের চাপা ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। তবে সক্রিয় ভাবে তাঁর উপস্থিতি দেখা যেত না। পরের জমানাতেও নয়।  

২০১৯ সালের গোড়ার দিকে অগ্নিমিত্রা বিজেপিতে যোগ দেন। আসানসোলের এক উচ্চশিক্ষিত পরিবারে জন্ম অগ্নিমিত্রার। তাঁর বাবা মা ছিলেন চিকিৎসক-শিক্ষাবিদ। অগ্নিমিত্রা শুরুতে আসানসোলের লোরেটো কনভেন্টে পড়াশোনা করেন, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জুলজিতে মাস্টার্স করেন। এর পর তিনি ফ্যাশন ডিজাইনিংয়ের ডিপ্লোমা করেন। 

আরও পড়ুন- সভায় গিয়ে সোজা হোম আইসোলেশনে অধীর, তাঁকে ঘিরেও বাড়ছে করোনার ভ্রুকুটি 

অগ্নিমিত্রা এক সময়ে শ্রীদেবীর পোশাক ডিজাইন করেছেন। ‘কোই মেরে দিল সে পুছে’, ‘ভায়া দার্জিলিং’-এর মত হিন্দি ছবির ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তিনি। মিঠুন, ঋতুপর্ণা, কোয়েল, জিৎ-এর মত বঙ্গ সিনেমার নায়ক নায়িকাদের জন্যও পোশাক ডিজাইন করেছেন তিনি।   

বিজেপিতে যোগ দেবার পর অগ্নিমিত্রা বারবার সংবাদে জায়গা করে নিয়েছেন, তাঁর বিভিন্ন মন্তব্যের জন্য। গত বছর নভেম্বরে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী এক সভায় বলেছিলেন, মমতা ব্যানার্জি তাঁর সমর্থকদের চাকরি না দিতে পেরে ধর্ষণে উৎসাহ দেন। এ ঘটনার জেরে অগ্নিমিত্রার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। অতি সম্প্রতি, তিনি সায়নী ঘোষের বিরুদ্ধেও কটু মন্তব্য করেছেন। অগ্নিমিত্রা বলেছেন, ভোটে হেরে গেলে সায়নী কন্ডোমের দোকান দেবেন। এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেক্স র্যাকেট চলে বলেও মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা। 

 

গুরুসদয় দত্ত রোডের ফ্ল্যাটে থাকেন অগ্নিমিত্রা পাল। তাঁর যে হলফনামা, তাতে অবশ্য এই ঠিকানাটি তাঁর বা তাঁর স্বামীর সম্পত্তি হিসেবে দেখানো হয়নি। অগ্নিমিত্রার এক কোটি টাকার বেশি দামের একটি আবাস রয়েছে। নিউ টাউনের রোজডেল গার্ডন্সের এই ফ্ল্যাটটি ২০১৮ সালে, বিজেপিতে যোগ দেবার আগের বছরে ১ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি দাম দিয়ে কিনেছিলেন তিনি। গত দু বছরে এই ফ্ল্যাটের বাজার দাম আরও ১০ লক্ষ টাকা বেড়েছে। ২ কোটি ৩৯ লক্ষ টাকার সম্পত্তির অধিকারিনী অগ্নিমিত্রার অবশ্য জনৈক ডক্টর অশোক রায়ের কাছে ঋণ রয়েছে, হলফনামায় তাকে ফ্রেন্ডলি লোন বলে উল্লেখ করা হয়েছে। ঋণের পরিমাণ ১ কোটি ১৯ লক্ষ টাকার কিছু বেশি। 

এ হেন অগ্নিমিত্রা পালের ভাগ্য নির্ধারণ হবে ২৬ এপ্রিল, সপ্তম দফার ভোটে। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, সেই সায়নী, যিনি হেরে গিয়ে কন্ডোমের দোকান দেবেন বলেছিলেন বিজেপির মহিলা মোর্চার বর্তমান সভানেত্রী, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা। 


Share this article
click me!

Latest Videos

দিলীপ ঘোষকে বেলেডাঙ্গায় যেতে বাঁধা পুলিশের, পুলিশকে একহাত নিয়ে যা বললেন দিলীপ
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur