ঘাটালে প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, কাঠগড়ায় শাসক দল

  • প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী
  • ঘাটাল বিধানসভার কোতলপুরের ঘটনা
  • বিজেপি প্রার্থী শীতল কপাটকে মারধর
  • ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে
     

Asianet News Bangla | Published : Mar 18, 2021 1:22 PM IST

শেখ হেনাঃ নির্বাচনী হিংসা এবার ঘাটালে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার কোতুলপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার কেন্দ্রে ছিল বিজেপির প্রচার। বিজেপি প্রার্থী শীতল কপাট কোতুলপুর গ্রামে প্রচারে গেলে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। এ ঘটনায় প্রার্থী নিজেও চোট পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 

"

অভিযোগ, কোতুলপুর গ্রামে নির্বাচনী প্রচারে গেলে তাঁকে প্রচারে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। প্রচারে বাধা পেয়ে রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা। সংঘর্ষে তিনি নিজেও চোট পেয়েছেন বলে অভিযোগ করেন শীতল কপাট। তাঁদের দলের জেলার সহ সভানেত্রীও এ ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। 

"

শীতলের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও তারা যথাসময়ে আসেনি এবং ঘটনাস্থলে পৌঁছনোর পর তাদের ভূমিকা নিরপেক্ষ ছিল না। শীতলের হুঁশিয়ারি, পুলিশকে কাজে লাগিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হতে থাকলে তাঁরা ছেড়ে কথা বলবেন না। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। 

Share this article
click me!