'পা -মাথা ভাঙা, ভাঙেনি হৃদয় মমতার', বহিরাগত ইস্যু থেকে বাঁচতে 'ভাদুড়ি' পরিচয় টানলেন জয়া

  • রাজ্য সফরে এসে মমতার প্রশংসা পঞ্চমুখ জয়া 
  •  বহিরাগত ইস্যুর থেকে বাঁচতে 'ভাদুড়ি' পরিচয় জয়ার
  •  'মমতাজি যা করতে চান, তিনি তা করতে পারবেন'
  • নাড্ডা সফরের দিনেই তৃণমূলের সমর্থনে শহরে জয়া 

 
 


রাজ্য সফরে এসে মমতার প্রশংসা পঞ্চমুখ জয়া। সোমবার টালিগঞ্জে বাবুলের সমর্থনে একদিকে যখন বাজিমাত নাড্ডার, ঠিক একই দিনে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরুপ বিশ্বাসের সমর্থনে প্রচারে নামলেন জয়া বচ্চন। বহিরাগত ইস্যুর থেকে মমতাকে বাঁচাতে দিলেন 'ভাদুড়ি' বাড়ির পরিচয়।

আরও পড়ুন, 'তপনকে ক্ষমা করে দিয়ে ভোটটা দেবেন তো' জনসভায় এসে চরম শঙ্কায় মমতা 

Latest Videos

 

 

 

 


 

এদিন তৃণমূল ভবনে জয়া বচ্চন বলেছেন, আমার পার্টীর নেতা অখিলেশ যাদব আমাকে বললেন, আমরা সমর্থন করছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের আপনি যাবেন বাংলায়। ভাল লাগল কাজটা পেয়ে। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা একজন মহিলা মমতাজির প্রতি আমার অত্যন্ত ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। জয়া আরও বলেছেন,'মাথা ভাঙা, পা ভাঙা, কিন্তু ওরা মমতার  হৃদয়-এগিয়ে যাওয়ার সংকল্প ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করাই মমতার লক্ষ্য। মমতা বন্দ্য়োপাধ্যায়  মুখ্যমন্ত্রী হলে বাংলার আরও উন্নতি হবে। আমি বিশ্বাস করি, মমতাজি যা করতে চান, তিনি তা করতে পারবেন।'

 

 

 

আরও পড়ুন, Election Live Update- শহরে রোড শোয়ে নাড্ডা, TMC-র হয়ে পাল্টা জয়াও, ওদিকে উত্তরপাড়ার জনসভায় মমতা 

 

অপরদিকে,  বহিরাগত ইস্যুর থেকে শেষটায় মমতাকে বাঁচাতে এদিন তৃণমূল ভবনে এসে জয়া বচ্চন জানিয়েছেন, আমার নাম জয়া বচ্চন। কিন্তু আগে নাম ছিল জয়া ভাদুড়ি। আমি তরুণ ভাদুড়ির মেয়ে। আমরা প্রবাসী বাঙালি-কিন্তু বাঙালি।' 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল