তৃতীয় দফার নির্বাচনে
সকাল ৭ টা থেকে ৫টা পর্যন্ত ভোট পড়েছে: ৭৭.৬৮%।
দক্ষিণ ২৪ পরগনা: ৭৬.৬৮%।
হাওড়া: ৭৭.৯৩%।
হুগলি: ৭৯.৩৬%।
৬ এপ্রিল মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট। এদিন ৩ জেলায় মোট ৩১ টি কেন্দ্রে ভোটগ্রহন। দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলির ওই সব আসনের জন্য ৭০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র বুথের নিরাপত্তায় থাকছে এদিন ৬১৮ কোম্পানি। তৃতীয় দফার ভোটেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। অপরদিকে, তৃতীয় দফার ভোটের দিনেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন দুপুর ১২ টায় কোচবিহার রাসমেলা গ্রাউন্ড এবং ৩ টা ২০ নাগাত হাওড়ার ডুমুরজেলাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
তৃতীয় দফার নির্বাচনে
সকাল ৭ টা থেকে ৫টা পর্যন্ত ভোট পড়েছে: ৭৭.৬৮%।
দক্ষিণ ২৪ পরগনা: ৭৬.৬৮%।
হাওড়া: ৭৭.৯৩%।
হুগলি: ৭৯.৩৬%।
যুব সম্প্রদায় চাইছে শিল্পের বিকাশ। বঙ্গে প্রধানমন্ত্রী মোদীজির হাত ধরে আসবে শিল্পের বিনিয়োগ। বাড়বে রোজগার হবে যুবশক্তির বিকাশ।
রাজ্যের তৃতীয় দফার ভোটেও অশান্তি বিবাদ অব্যহত, তারই মাঝে বেলা ৩ টে পর্যন্ত কোথায় ভোট কত শতাংশ- আরামবাগ- ৫৯ শতাংশ, ধনেখালি- ৬৮.৯১ শতাংশ, গোঘাট- ৬১.৩৮ শতাংশ, হরিপাল- ৬৯.৩২ শতাংশ, জঙ্গিপাড়া-৫৭.৬৮ শতাংশ।
বাগনানে বিজেপির মহিলা মোর্চার নেত্রীর বাবাকে বাড়িতে ছুকে ভোজালির কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস নেতারর বাড়ি থেকে ইভিএম ও ভিভি প্যাড উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে তার প্রমাণ পাওয়া গেছে।
গোঘাটে তৃণমূলের বুথ সভাপতির রহস্য মৃত্যু। ভোটট দিয়ে ফেরার সময় বিজেপি কর্মীরা তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। তাতেই পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে তাঁর।
'যারা তিলক কাটে তাদের নিয়েও দিদির সমস্যা' মোদীর নিশানায় মমতা
রাজ্যের তৃতীয় দফার ভোটেও অশান্তি বিবাদ অব্যহত, তারই মাঝে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৪ শতাংশ।
বিজেপির দলীয় পতাকা, ব্যানার ছিড়ে ফেলে আগুন এবং দেওয়ালে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
কোচবিহারে প্রধানমন্ত্রী মোদীর জনসভায় ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা। নিজের ব্যক্তিগত চিকিৎসকদের ওই মহিলার চিকিৎসা করতে বললেন প্রধানমন্ত্রী।
রাজ্যের ৪ গুরুত্বপূর্ণ কেন্দ্র খানাকু, পুরশুড়া, তারকেশ্বর, জাঙ্গিপাড়া। এই চার কেন্দ্রে এখনও পর্যন্ত প্রাপ্ক ভোটদানের হার,
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম।এখানে এলে মনে হবে যেন কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে।মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে গরমগরম লুচি ভাজছেন।সঙ্গে কশা আলুরদম।আসলে ভোট উপলক্ষে এই আয়োজন।তৃণমূল ও বিজেপি দু পক্ষই এই খাবারের আয়োজন করেছে ভোটার ও তার পরিবারের জন্য।ভোট দেবার আগে কিংবা পরে নিজেদের দলের সমর্থকদের হেঁসেল থেকে নিয়ে যাচ্ছেন গরমগরম লুচি ও আলুরদম।খুশি সবাই।এই ঘটনায় অভিযোগ উঠতেই পারে যে খাবার দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।কিন্তু এনিয়ে কারোর কোনো অভিযোগ নেই।দু পক্ষ জানালো এটাই এই গ্রামের রীতি।যা চলে আসছে দীর্ঘদিন ধরে।প্রতি ভোটেই এই আয়োজন করা হয়।আগে দেওয়া হত ছোলা মুড়ি আর এখন লুচি আলুরদম।
বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত আরামবাদের বিস্তীর্ণ এলাকায়। বিজেপির গুন্ডারা আক্রমণ করছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের।
আজ উত্তরবঙ্গের কোচবিহারে জনসভা করবেন মমতা